শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
সোমবার ● ১২ আগস্ট ২০২৪
প্রচ্ছদ » আন্তর্জাতিক » আপনারা হতাশ হবেন না, আমি শিগগিরই দেশে ফিরব : শেখ হাসিনা
প্রচ্ছদ » আন্তর্জাতিক » আপনারা হতাশ হবেন না, আমি শিগগিরই দেশে ফিরব : শেখ হাসিনা
১৭০ বার পঠিত
সোমবার ● ১২ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আপনারা হতাশ হবেন না, আমি শিগগিরই দেশে ফিরব : শেখ হাসিনা

---

# লাশের মিছিল দেখতে চাইনি বলেই পদত্যাগ করেছি

# ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মতো বিদেশি অপশক্তির ষড়যন্ত্রে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে- এমন অভিযোগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমি পদত্যাগ করেছি যাতে আমাকে মৃত্যুমিছিল দেখতে না হয়। তারা আপনাদের (ছাত্রদের) লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল। আমি অনুমতি দেইনি, তা করতে দেইনি। যদি আমি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানি হতো, আরও সম্পদ ধ্বংস হয়ে যেত।’ আমি অনুমতি দিইনি। তাই আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আশা হারাবেন না। আমি শিগগিরই ফিরে আসব। আমি হেরে গেছি কিন্তু বাংলাদেশের মানুষ জিতেছে। যাদের জন্য আমার বাবা ও পরিবার নিহত হয়েছে।’

শনিবার (১০ আগস্ট) আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে পাঠানো এক অডিও বার্তায় শেখ হাসিনা এসব অভিযোগ করেন। তার সেই বার্তার তথ্য রবিবার প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। সংবাদমাধ্যমটি জানায়, দলীয় সমর্থকদের উদ্দেশে দেওয়া ওই বার্তায় শেখ হাসিনা তার পদত্যাগের প্রেক্ষাপট তুলে ধরেন।

 

---

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘আমি নিজেকে সরিয়ে নিয়েছি। কারণ আপনাদের সমর্থন নিয়েই আমি এসেছিলাম, আপনারাই ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে আর চাননি, তখন আমি নিজেই চলে গেলাম, পদত্যাগ করলাম। আমার কর্মীরা যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। চরম দু:সময়েও আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে। বিশ্বাস করি আবারও ঘুরে দাঁড়াবে।’

ছাত্র-জনতার আন্দোলনের মুখে রাষ্ট্রীয় ক্ষমতা আর দেশ ছেড়ে চলে যাওয়ার ৭ দিন পর নীরবতা ভেঙে তার পদত্যাগের পেছনে এসব তথ্য প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ভারত সরকার বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে ‘বিদেশি হাত’ থাকার সম্ভাবনা খতিয়ে দেখার কথা বলার কয়েকদিন পর ভারতীয় সংবাদমাধ্যমটি শেখ হাসিনার বার্তা পাওয়ার খবরটি প্রকাশ করে। 

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তার বক্তব্যকে বিকৃতভাবে তুলে ধরা হয়েছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি আমার তরুণ শিক্ষার্থীদের পুনরায় বলতে চাই, আমি তোমাদের কখনও রাজাকার বলিনি। আমার কথাকে বিকৃত করা হয়েছে। আর আমাদের সরকারের প্রতিপক্ষ গোষ্ঠী সেই সুযোগ নিয়েছে।’

আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সরকারের টানাপোড়েনসহ বিদেশি শক্তিগুলোর ষড়যন্ত্রকে দায়ী করেন শেখ হাসিনা। তিনি বলেন, আমি সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেলে দিলে ক্ষমতায় থাকতে পারতাম। আমি দেশের স্বার্থ রক্ষায় আমাদের সমুদ্রসীমা আমেরিকার কাছে ছেড়ে দেইনি। ষড়যন্ত্র করে আমাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হলো। আর শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ব্যবহার করে সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করেছেন ড. ইউনুস।’ 

চলতি বছরের গত মে মাসে ১৪ দলের এক সভায় শেখ হাসিনা বলেছিলেন, এক ‘শ্বেতাঙ্গ’ ব্যক্তির কাছ থেকে তিনি একটি প্রস্তাব পেয়েছিলেন। যেখানে তাকে বলা হয়, একটি বিমানঘাঁটি করতে দিলে সহজে তিনি ক্ষমতায় থাকতে পারবেন। যুক্তরাষ্ট্র অবশ্য তখন এমন কোনও ঘটনায় তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছিল। একইসঙ্গে নবগঠিত অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়ে শেখ হাসিনা বলেছেন, তারা যাতে এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হয়।

ভারতে থাকা অবস্থায় আগামী সপ্তাহে সংবাদমাধ্যমের সঙ্গে সম্ভব হলে আবারও কথা বলবেন- এমন আশাবাদ জানান শেখ হাসিনা। তার দেশত্যাগের পর আওয়ামী লীগের ছন্নছাড়া অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভিডিও বার্তা ও সংবাদমাধ্যমে কথা বলেন। জয় দাবি করেন, তার মা পদত্যাগ করেননি। পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তাকে নিয়ম মেনে পদত্যাগ করার সময়ও সময় দেওয়া হয়নি।  

 

দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করেছে, নতুন সরকার বাংলাদেশের মানুষের জন্য ‘একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ’ করবে। নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক রয়েছে– প্রচলিত এমন ধারণার কথাও উল্লেখ করা হয়। উইকিলিকসের ফাঁস করা বার্তার বরাত দিয়ে এতে আরও বলা হয়, অতীতে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে একাধিক বৈঠক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ড. ইউনূস ‘আক্ষেপ’ করেছেন।

এর আগে ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের হেরে যাওয়ার পর বিভিন্ন সময় শেখ হাসিনা বলেছিলেন, ‘দেশ বিক্রি করতে রাজি না হওয়ায়’ তাকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি। অবশেষে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর গত ৫ আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। 

গণভবন থেকে সেদিন বের হওয়ার আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু ছাত্র-জনতা তার বাড়ির প্রায় কাছে পৌঁছে এমন অজুহাতে দেশটির তিনি সামরিক বাহিনী প্রধানরা তাকে পদত্যাগ করতে বাধ্য করেন। দেশ ছাড়ার প্রস্তুতি নিতে তাকে মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দেয়া হয়। সেদিন সামরিক বাহিনীর একটি বিমানে করে ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি দিশটির রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। 

শেখ হাসিনার সরকারের পতনের পর ওইদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠে কয়েক সপ্তাহব্যাপী ছাত্র বিক্ষোভে তিন শতাধিক মানুষ মারা গেছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অন্যান্য আরও দেশ শিক্ষার্থীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছে। ঢাকায় নতুন অন্তর্বর্তী সরকারের বিষয়ে ওয়াশিংটন বলেছে, এই সরকার বাংলাদেশে গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে তারা আশা করে।

সেই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ উপদেষ্টা শপথ নেয় গত ৮ আগস্ট রাতে। এরপর রবিবার দুপুরে শপথ নেয় আরও দুজন।



বিষয়: #



আন্তর্জাতিক এর আরও খবর

নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেন ড. ইউনূস নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেন ড. ইউনূস
বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও
শক্তিশালী গণতন্ত্রের জন্য লিঙ্গ সমতা অপরিহার্য: স্পিকার শক্তিশালী গণতন্ত্রের জন্য লিঙ্গ সমতা অপরিহার্য: স্পিকার
একাত্তরের মতো ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে ভারত: প্রণয় ভার্মা একাত্তরের মতো ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে ভারত: প্রণয় ভার্মা
এদেশের নির্বাচন পদ্ধতি কেমন জানতে চেয়েছে কমনওয়েলথ এদেশের নির্বাচন পদ্ধতি কেমন জানতে চেয়েছে কমনওয়েলথ
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ
স্পিকার’স সামিটে যোগ দিতে নয়াদিল্লিতে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল স্পিকার’স সামিটে যোগ দিতে নয়াদিল্লিতে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল
বাংলাদেশে নির্দিষ্ট সময়েই নির্বাচন চায় ভারত বাংলাদেশে নির্দিষ্ট সময়েই নির্বাচন চায় ভারত
কাগজবিহীন আন্তঃবাণিজ্য চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: থাইল্যান্ডে বাণিজ্য সচিব কাগজবিহীন আন্তঃবাণিজ্য চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: থাইল্যান্ডে বাণিজ্য সচিব

আর্কাইভ