শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
শুক্রবার ● ১৬ আগস্ট ২০২৪
প্রচ্ছদ » রাজধানী » সাংবিধানিক সব স্বীকৃতি নিশ্চিতের দাবি সমতলের আদিবাসীদের
প্রচ্ছদ » রাজধানী » সাংবিধানিক সব স্বীকৃতি নিশ্চিতের দাবি সমতলের আদিবাসীদের
৪৩ বার পঠিত
শুক্রবার ● ১৬ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবিধানিক সব স্বীকৃতি নিশ্চিতের দাবি সমতলের আদিবাসীদের

---

নিজস্ব প্রতিবেদক

সদস্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিন্দন জানিয়ে সাংবিধানিক সব ধরনের স্বীকৃতি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সমতলের আদিবাসীরাএকই সঙ্গে সমতলের আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগ মোড়ে সমতলের আদিবাসী ছাত্র-যুব ও সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত কালচারাল শোডাউনের এসব দাবি তুলে ধরে আদিবাসী নেতারা। এসময় নতুন সরকারের কাছে ১১ দফা দাবি তুলে ধরেন আয়োজকরা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সংবিধানে থাকা আদিবাসীদের সব ধরনের স্বীকৃতি, আদিবাসী সুরক্ষা আইন প্রণয়ন এবং ১৯২৭ সালের বন আইন সংশোধন করতে হবে, সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, অন্তর্বর্তীকালীন সরকারে সমতল অঞ্চলের আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত করা, প্রথাগত ভূমি অধিকার নিশ্চিত করা, আদিবাসী অধ্যুষিত অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থায় আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন নিশ্চিত করা, সমতলের আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের জন্য জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখে বিশেষ ব্যাবস্থা (মনিটরিং সেল অথবা বোর্ড গঠন) করা; আদিবাসীদের ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার্থে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা; উন্নয়নের নামে আদিবাসীদের ভূমি অধিগ্রহণ, বেদখল ও উচ্ছেদ বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার, সকল আদিবাসী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে; সমতল অঞ্চলের আদিবাসী ছাত্র-যুবদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা এবং আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা।

শোডাউনে অংশ নিয়ে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ বলেন, ‘ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলনে আদিবাসীদের অংশগ্রহণ ছিল। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গত পঞ্চাশ বছরে সরকার বদল হলেও আদিবাসীদের ভাগ্যের বদল ঘটেনি। আমরা চাই সকল শোষণ ও বঞ্চনার অবসান হোক সমতার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আদিবাসীদের সাংবিধানিক পরিচয়সহ ন্যায্য দাবি প্রতিষ্ঠিত না করলে আদিবাসীরা আগের মতই বঞ্চিত থেকে যাবে। আমরা এই বঞ্চনার অবসান চাই’

বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মাহাতো বলেন, ‘আদিবাসীরা সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার শিকার হয়েছে। অতীতের বিভিন্ন সরকার আদিবাসীদের জন্য নানা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। আমরা আর কোনো প্রতিশ্রুতি চাই না, আমরা চাই বাস্তবায়ন। নতুন যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, সেখানে সমতলের আদিবাসীদের বাদ দিয়ে কখনও সম্ভব নয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সমতল থেকে একজন প্রতিনিধি রাখার দাবি জানাই’

বক্তারা আরও বলেন, উন্নয়নের নামে আদিবাসীদের নিজ ভূমি থেকে উচ্ছেদ, ভূমি বেদখল, মিথ্যা মামলা, ধর্ষণ, হত্যা, গুমসহ তাদের সাথে নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। প্রতিনিয়ত পাহাড় ও সমতলে আদিবাসী নারী ও শিশুর ওপর নিপীড়নের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার পরিলিক্ষিত হয়নি। পরে কালচারাল শোডাউনটি শাহবাগ থেকে ঢাকার কেন্দ্রীয় শহীন মিনারে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে আদিবাসী মানুষের সংখ্যা প্রায় ৪০ লাখ। যার মধ্যে সমতলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠী রয়েছে দুই-তৃতীয়াংশ। বহু ভাষা, বহু জাতি ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির এই বাংলাদেশে ৫৪টির বেশি ধরনের আদিবাসী জনগোষ্ঠীর মানুষের বসবাস।

 

আদিবাসী/এলিস/১৬ আগস্ট ২৪

 



বিষয়: #



আর্কাইভ