শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » ইসির নিবন্ধন পেলো এবি পার্টি, প্রতীক ঈগল
প্রচ্ছদ » জাতীয় » ইসির নিবন্ধন পেলো এবি পার্টি, প্রতীক ঈগল
৪০ বার পঠিত
শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসির নিবন্ধন পেলো এবি পার্টি, প্রতীক ঈগল

---

# দেশে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪৫

নিজস্ব প্রতিবেদক

দেশের উচ্চ আদালতের নির্দেশনায় দেশের ৪৫তম রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেলো ‘আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি’। গতকাল বুধবার (২১ আগস্ট) এই দলটিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশনা সংবলিত রায়ের কপি দেখার পর কমিশন বৈঠকে দলটিকে নিবন্ধনের সিদ্ধান্ত চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি।

ইসির সচিব শফিউল আজিম সাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়- বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের রায় ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রধান কার্যালয় সায়হাম স্কাই ভিউ টাওয়ার, ৪র্থ তলা, ৪৫ বিজয় নগর রোড, ঢাকা-১০০০ এ অবস্থিত আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য সংরক্ষিত প্রতীক ‘ঈগল’ এবং উহার নিবন্ধন নম্বর-০৫০।

এর আগে, গত ১৯ আগস্ট রাজনৈতিক দল হিসেবে এবি পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চেয়ে জারি করা রুল চূড়ান্ত করে সোমবার (১৯ আগস্ট) নিবন্ধন দেওয়ার রায় দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ। এর আগে দলটির নিবন্ধনের আবেদন খারিজ করে গত বছরের ২৪ জুলাই নির্বাচন কমিশন চিঠি দেয়। এই চিঠির বৈধতা নিয়ে দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী একই বছরের ২৩ আগস্ট রিটটি করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৩১ আগস্ট হাইকোর্ট রুল দেন। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও উপসচিবকে সেই রুলের জবাব দিতে বলা হয়। চূড়ান্ত শুনানি শেষে ১৯ আগস্ট রুল যথাযথ ঘোষণা করে রায় দেন আদালত।

‘আমার বাংলাদেশ-এবি পার্টি জামায়াতে ইসলামীর সংস্কারপন্থীদের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক দল। দলটি আত্মপ্রকাশ করে ২০২০ সালের ২ মে। সেসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা (মজলিশে শুরার সদস্য) ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এফ এম সোলায়মান চৌধুরী এবি পার্টির আহ্বায়ক এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু দলটির সদস্য সচিব মনোনীত করে দলটির ২২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দলটির আহ্বায়ক কমিটিতে মেজর (অব.) ডা. আবদুল ওহাব মিনার ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামসহ ৭ জনকে যুগ্ম-আহ্বায়ক, ৯ জনকে সহকারী সদস্য সচিব করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালে নতুন দলের নিবন্ধন নিতে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। সে সময় নিবন্ধন পেতে আবেদন করেছিলো এবি পার্টি। তবে প্রাথমিক বাছাইয়ে টিকে গেলেও চূড়ান্ত বাছাইয়ে তথ্যে সঠিকতা না থাকার অভিযোগে তালিকা থেকে দলটি বাদ পড়ে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে যে কোন দলকে কেন্দ্রীয় কমিটিসহ সক্রিয় একটি কেন্দ্রীয় কার্যালয়, কমপক্ষে এক-তৃতীয়াংশ জেলা কার্যালয় ও কমপক্ষে ১০০টি উপজেলা কার্যালয় প্রতিষ্ঠা করতে হয়, যার প্রত্যেকটি কমিটিতে অন্তত ২০০ ভোটার সদস্য থাকতে হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন পাওয়া দুটি দল- বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)সহ নিবন্ধিত দলের সংখ্যা ছিলো ৪৪টি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোন রাজনৈতিক দল নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না।

# এবি পার্টি/এলিস/২১ আগস্ট ২৪



বিষয়: #  #



আর্কাইভ