শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
রবিবার ● ২৩ অক্টোবর ২০২২
প্রচ্ছদ » বিনোদন » থিয়েটার ফ্যাক্টরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি সম্মিলন
প্রচ্ছদ » বিনোদন » থিয়েটার ফ্যাক্টরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি সম্মিলন
৩৯৫ বার পঠিত
রবিবার ● ২৩ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থিয়েটার ফ্যাক্টরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি সম্মিলন

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা এবং দলের কর্মী-বন্ধু-সহযোগীদের প্রীতি সম্মিলনী আয়োজনে থিয়েটার ফ্যাক্টরির কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

দলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের কর্মী ও বন্ধু-সহযোগীদের প্রীতি সম্মিলনী ও দ্বি-বার্ষিক সাভারণ সভা করেছে থিয়েটার ফ্যাক্টরি। গতকাল শনিবার ২২ অক্টোবর ঢাকায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সম্মিলন।

---

এরপর সূচনা সঙ্গীত পরিবেশন করেন দলের সদস্য বাসিরুন বৃষ্টি। ‘এবার তোর মরাগাঙে বান এসেছে’ ও ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গান দুটি পরিবেশনের পর দলের সদস্য সুভাষ সরকারের সভাপতিত্বে পরিচালিত হয় দ্বি-বার্ষিক সাধারণ সভার কার্যক্রম। গত দু’বছরে আমাদের শিল্প-সাহিত্য-সংস্কৃতি- চলচ্চিত্রসহ বিভিন্ন অঙ্গনে যারা প্রয়াত হয়েছেন তাদের অবদানকে স্মরণ করে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

---

এরপর থিয়েটার ফ্যাক্টরির প্রধান কারিগরের রিপোর্ট পেশ করেন অলোক বসু। অর্থ কারিগরের রিপোর্ট পেশ করেন হাসানুজ্জামান খান। রিপোর্টের ওপর ও বিবিধ বিষয়ে আলোচনায় অংশ নেন দলীয় কর্মীরা।

নতুন কমিটির প্রধান কারিগর অলোক বসু

সভায় পরবর্তী দুই বছরের জন্য পাঁচ কারিগরমণ্ডলীর নতুন কার্যকারী কমিটি গঠন করা। এসময় সর্বসম্মতিক্রমে অলোক বসুকে পুনরায় প্রধান কারিগর নির্বাচিত করা হয়। নির্বাহী কমিটির অন্যান্যরা হলেন- শামসুন্নাহার বেগম বিউটি (সাংগঠনিক কারিগর), হাসানুজ্জামান খান (প্রশিক্ষণ ও প্রযোজনা কারিগর), শাকিফ মেহেদী চয়ন (প্রচার ও প্রকাশনা কারিগর), দীপু মাহমুদ (অর্থ ও দপ্তর কারিগর)।

---

শেষে ছিলো আবৃত্তি, গান, একক অভিনয়সহ সাংস্কৃতিক আয়োজন।  এতে অংশ নেন বিপাশা সাঈদ, আয়েশা হৈমন্তী, এইচ এ ববি, নদী, কলিন্স দলের সদস্যরা।

প্রীতি সম্মিলনীর পর কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।



বিষয়: #



আর্কাইভ