শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
বুধবার ● ২৬ অক্টোবর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » ঘূর্ণিঝড় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন: নসরুল হামিদ
প্রচ্ছদ » জাতীয় » ঘূর্ণিঝড় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন: নসরুল হামিদ
২৬৯ বার পঠিত
বুধবার ● ২৬ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘূর্ণিঝড় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

# বিদ্যুৎ সরবরাহ বুধবার দুপুরের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে

বিশেষ প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঝড়ে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ সেবার বাইরে চলে যায়। এরমধ্যে ৭০ ভাগের সরবরাহ গতকাল মঙ্গলবার বিকেলের মধ্যে স্বাভাবিক হয়। বাকিদের সরবরাহ স্বাভাবিক করতে বুধবার দুপুর পর্যন্ত সময় লাগবে বলে জানান তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় গাছপালার ডাল ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে, তার ছিঁড়ে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। লাইন মেরামতে বিদ্যুৎকর্মীরা সর্বাত্মক কাজ করছেন। কোথাও বৈদ্যুতিক লাইনে ভাঙা গাছপালা কিংবা তার ছিঁড়ে পড়ার তথ্য থাকলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসকে অবহিত করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো। আশা করছি সবার সহযোগিতায় দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারা দেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। মঙ্গলবার বিকালের মধ্যে ৭০ শতাংশ এবং বুধবারের মধ্যে শতভাগ বিদ্যুৎ কানেক্টিভিটির আওতায় চলে আসবে। এই তথ্য উল্লেখ করে নসরুল হামিদ জানান, বিতরণ সংস্থা আরইবি, বিপিডিপি, ওজোপাডিকো ও নেসকো’র গ্রাহকরা রয়েছেন এর মধ্যে। লাইন ঠিক না করা পর্যন্ত সেসব এলাকায় বিদ্যুৎ দেওয়া যাবে না।

প্রতিমন্ত্রী জানান, বিতরণ সংস্থার কর্মীরা দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে। বেশ কিছু উপকেন্দ্রে পানি উঠে গেছে। ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে।



বিষয়: #



আর্কাইভ