শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
বুধবার ● ২৬ অক্টোবর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » অনলাইনে মিলছে বিএসএমএমইউয়ের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট
প্রচ্ছদ » জাতীয় » অনলাইনে মিলছে বিএসএমএমইউয়ের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট
২৭০ বার পঠিত
বুধবার ● ২৬ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইনে মিলছে বিএসএমএমইউয়ের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট

---

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যেকোনো স্বাস্থ্য পরিক্ষার রিপোর্ট রোগীরা এখন থেকে অনলাইনেই পাবেন। আজ (বুধবার) সকালে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিএসএমএমইউ উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।

বায়োকেমেস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগ এর উদ্যোগে এই সেবার উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, দুই থেকে আড়াই হাজার রোগী প্রতিদিন রক্ত পরীক্ষার জন্য এই হাসপাতালে আসেন। পরীক্ষার পর আবারও অনেক ভোগান্তি করে রিপোর্ট নিতে আসতে হয় তাদের। এ ভোগান্তি দূর করার জন্য অনলাইনে রক্ত পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছে। এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগেরই একটি অংশ।

শারফুদ্দিন আহমেদ বলেন, পর্যায়ক্রমে সব ডিপার্টমেন্টে স্বাস্থ্য পরীক্ষার জন্য ডিজিটাল ব্যবস্থা চালু করা হবে। শুধু বায়োকেমেস্ট্রি বিভাগে ডিজিটাল পদ্ধতিতে রিপোর্ট দেওয়ার কারণে দৈনিক প্রায় ১৪ লাখ টাকা সাশ্রয় হবে রোগীদের। পাশাপাশি রোগীদের সময় বাঁচবে ও রিপোর্ট নিতে আসার জন্য কষ্টও দূর হবে।



বিষয়: #



আর্কাইভ