শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২৭ অক্টোবর ২০২২
প্রচ্ছদ » অর্থনীতি » ঋণের জন্য আইএমএফের শর্ত নেই: বাংলাদেশ ব্যাংক
প্রচ্ছদ » অর্থনীতি » ঋণের জন্য আইএমএফের শর্ত নেই: বাংলাদেশ ব্যাংক
৩৯৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৭ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঋণের জন্য আইএমএফের শর্ত নেই: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ঋণ পাবে কিনা তার সিদ্ধান্ত ২ সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে ঋণ দেয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ কোনো শর্ত দেয়নি বলে জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। বলা হয়েছে, বাংলাদেশ ঋণ পাবে কি না, সেটি দুই সপ্তাহের মধ্যেই জানা যাবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফের প্রতিনিধিদের বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে- যদি আইএমএফ ঋণ দেয়ার সিদ্ধান্ত নেয়, তবে তিনটি অ্যারেঞ্জমেন্টের আওতায় দেড় বিলিয়ন করে মোট সাড়ে চার বিলিয়ন ঋণ দেবে।

তিনি বলেন, প্রথম পর্বের বৈঠকে বাংলাদেশকে দশমিক বিলিয়ন ডলার ঋণ দেয়ার বিষয়ে আইএমএফের দিক থেকে যে আশ্বাস রয়েছে, সেটি নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ব্যাংক বলছে, আলোচনায় ঋণ দেয়ার বিষয়ে আইএমএফ কোনো শর্ত দেয়নি। তবে আর্থিক খাতের সংস্কার, নীতি ব্যাংকিং খাতের শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। ডলারের বিনিময় হার প্রসঙ্গে কথা হয়েছে।

বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের কাছে ডলারের ভিন্ন ভিন্ন রেট সম্পর্কে জানতে চায়। জবাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, তাদের রেট ৯৭ টাকা আর বাণিজ্যিক ব্যাংকগুলোর রেট বাজারের ওপর ছেড়ে দেয়া হয়েছে।

 ---

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, যদি আইএমএফ ঋণ দেয়ার সিদ্ধান্ত নেয়, তবে তিনটি অ্যারেঞ্জমেন্টের আওতায় দেড় বিলিয়ন করে মোট সাড়ে চার বিলিয়ন ঋণ দেবে।

এদিন বিকাল ৩টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে বৈঠক হয়েছে তিনটি। আরও তিনটি বৈঠক হবার কথা রয়েছে। আগামী ৩০ ৩১ অক্টোবর এবং নভেম্বর আবার বৈঠক হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আগামী বৈঠকগুলোতে রিসেন্ট মনিটরিং ডেভেলপমেন্ট অ্যান্ড আউটলুক, ইন্টারেস্ট রেট ডেভেলপমেন্ট, সরকারি বন্ডস, মনিটরি এক্সচেঞ্জ রেট, রিসার্চ ডেভেলপমেন্ট, ব্যাংকিং ইস্যু, ব্যালেন্স অব পেমেন্ট, এক্সটার্নাল লোন ডিসবার্সমেন্ট আইএমএফ টিএ রিপোর্টস, রিসেন্ট ট্রেড পারফর্মেন্স, রিসেন্ট এক্সচেঞ্জ পারফর্মেন্স, রিস্ক বেসড সুপারভিসন এবং টেকনিক্যাল মিটিং অন এএমএলের বিষয়ে আলোচনা হবে।

এছাড়া ফাইন্যান্সিয়াল ডেটা, অন্যান্য বড় চ্যালেঞ্জ, বপ রেটেড ম্যাটার্স, মানিটারি পলিসি স্ট্র্যাটেজি, এক্সচেঞ্জ রেট প্রেসার, ইনস্টিটিউশনাল অটোনমি অ্যান্ড গভর্নেন্স, কমার্শিয়াল ব্যাংক পারফর্মস এবং এফএসএপি আপডেটের বিষয়ে এসব বৈঠকে আলোচনা হবে।



বিষয়: #



অর্থনীতি এর আরও খবর

আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর
১৩ দিনে ই-কমার্সের ক্ষতি ১৭শ’ কোটি টাকা : ই-ক্যাব ১৩ দিনে ই-কমার্সের ক্ষতি ১৭শ’ কোটি টাকা : ই-ক্যাব
গ্রামে বসেই পাওয়া যাবে বিডিটিকেটস-এর দূরপাল্লার বাসের টিকেট গ্রামে বসেই পাওয়া যাবে বিডিটিকেটস-এর দূরপাল্লার বাসের টিকেট
দারুণ অফারসহ ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই১৮ দারুণ অফারসহ ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই১৮
ঢাকাপ্রকাশ ও ইমপ্যাক্ট এশিয়ার সমঝোতা স্মারক ঢাকাপ্রকাশ ও ইমপ্যাক্ট এশিয়ার সমঝোতা স্মারক
বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বীমা খাত একই সূত্রে গাঁথা বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বীমা খাত একই সূত্রে গাঁথা
ই-কমার্স তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে : স্পিকার ই-কমার্স তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে : স্পিকার
প্রোফেশনাল ফটোগ্রাফির জন্য ভিভো ভি২৯ ও ভি২৯ই প্রোফেশনাল ফটোগ্রাফির জন্য ভিভো ভি২৯ ও ভি২৯ই
এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে আজ ভোটগ্রহণ এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে আজ ভোটগ্রহণ
কাগজবিহীন আন্তঃবাণিজ্য চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: থাইল্যান্ডে বাণিজ্য সচিব কাগজবিহীন আন্তঃবাণিজ্য চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: থাইল্যান্ডে বাণিজ্য সচিব

আর্কাইভ