শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » ইভিএম প্রকল্পে গাইডলাইন দিয়েছে পরিকল্পনা কমিশন: ইসি
প্রচ্ছদ » জাতীয় » ইভিএম প্রকল্পে গাইডলাইন দিয়েছে পরিকল্পনা কমিশন: ইসি
৩৩৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১০ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইভিএম প্রকল্পে গাইডলাইন দিয়েছে পরিকল্পনা কমিশন: ইসি

---

# গাইডলাইনে প্রকল্পের বেশকিছু খাতের সমন্বয় ও ব্যয় সংকোচনের সুপারিশ

# পরিবহন ব্যয়সহ আরও বেশকিছু খাতে সংশোধনী আসতে পারে

বিশেষ প্রতিনিধি 

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশন কিছু গাইডলাইন দিয়েছে। তার মানে ইভিএম প্রকল্প বাতিলও হয় নাই, আবার মঞ্জুরও হয় নাই। গতকাল বুধবার আগারগাঁওয়ের নর্বিাচন ভবনে ইভিএম প্রকল্পের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের এসব তথ্য দেন।

তিনি বলেন, পরিকল্পনা কমিশন থেকে এই প্রকল্পের বিষয়ে কিছু গাইডলাইন দিয়ে ফেরত পাঠানো হয়েছে। এ পর্যায়ে প্রকল্পটি বাতিল হয়নি, আবার মঞ্জুরও হয়নি। তাতে বোঝা যাচ্ছে ব্যয়টা একটু মাত্রার মধ্যে এনে দিতে বলেছে এবং কোথায় কোথায় ব্যয়টা একটু সংকোচ হবে তার একটা গাইডলাইনও রয়েছে।

ইভিএম প্রজেক্ট পাশে যদি সময়ক্ষেপণ হয় তাহলে কি কোন সংশয় থাকে কি না এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, আমার মনে হয় সময়ক্ষেপণ হবে না। যেহেতু তারা গাইডলাইন দিয়ে ইসিতে পাঠিয়েছেন, আমরা তো দেরি করবো না। আবার আমরা যখন এটা পাঠাবো উনারা গুরুত্ব দিয়ে করবেন। কারণ এটা নির্বাচনের সাথে জড়িত একটা বিষয়। নির্বাচন শেষ হয়ে গেলে তাহলে ওটা দিয়ে লাভটা কী।

জানুয়ারি আগে প্রকল্পটা পাশ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আমাদের প্রকল্প পারিচালক রাকিব সাহেব এটা নিয়ে আশাবাদী, তাহলে এটা নিয়ে আমাদের হতাশ হওয়ার কারণ নাই। আমার মনে হচ্ছে ডিসেম্বর অথবা জানুয়ারি মধ্যে আসলে হয়তো ইভিএমে ভোট করা সম্ভব।

ইসি সূত্রে জানা গেছে, অক্টোবরের মাঝামাঝিতে ‘নির্বাচনি ব্যবস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠিয়েছিল ইসি। ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখার প্রস্তাবিত ওই প্রকল্পটির ওপর পর্যালোচনা করেছে পরিকল্পনা কমিশন। প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় পরিকল্পনা কমিশন ইভিএম প্রকল্পটির বেশ কয়েকটি খাতের সমন্বয় করতে বলেছে। বিশেষ করে পরিবহন ব্যয়সহ আরও বেশকিছু খাতের সংশোধনী আসতে পারে; যার ফলে ইসির প্রাক্কলন করা ব্যয় অনেকটাই কমে যাবে বলে জানা গেছে।

ইভিএম প্রকল্প সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যেহেতু আমাদের ফিজিবিলিটি স্টাডি হয় নাই। আগামীকাল একটা মিটিং রয়েছে। ফিজিবিলিটির বিকল্প কি করতে হবে সেটা বলে দিয়েছে। একটা টেকনিক্যাল কমিটি আছে। সেই কমিটিতে বুয়েটের শিক্ষকরা রয়েছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন। এ বিষয়ে কালকের মিটিংয়ে তাদের স্বাক্ষরযুক্ত লাগবে। কারিগরি কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ প্রকল্প প্রস্তাবটি নতুন করে পাঠানো হবে।

ইভিএম প্রকল্প পরিচালক কর্নেল রাকিবুল হাসান বলেন, ব্যয় সংকোচন বলতে যা বুঝায় সে ধরনের কিছু বলে নাই। কিছু ক্ষেত্রে হয়তো আমরা একটু বেশি ধরে রাখছি কেন ধরে রাখছি সেটা আমাদের জানা ছিল না। গাড়ির সংরক্ষণ ব্যয় কমানো। আমরাও দেখছি দে আর ভেরি লজিকাল।

মধ্য জানুয়ারির মধ্যে ওয়ার্কঅডার পাওয়ার বিষয়ে আশাবাদী কি না জানতে চাইলে তিনি বলেন, সবকিছু তো নিয়ম অনুযায়ী চলছে। ভালোভাবে হচ্ছে। আমাদের তো কেউ বলে নাই এই প্রকল্প হবে না। অর্থ মন্ত্রণালয় বা প্ল্যানিং থেকে বলে নাই কোন শর্টকামিং আছে। অবশ্যই দেড়শ’ আসনে ইভিএম ব্যবহারে আমরা এখনো আশাবাদী।



বিষয়: #



আর্কাইভ