শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » বিএনপির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল রোববার: ইসি আলমগীর
প্রচ্ছদ » জাতীয় » বিএনপির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল রোববার: ইসি আলমগীর
২৫৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল রোববার: ইসি আলমগীর

---

বিশেষ প্রতিনিধি

বিএনপির কয়েকজন সংসদ সদস্য পদত্যাগ করায়, তাদের ছেড়ে দেওয়া ওইসব শূন্য আসনে উপনির্বাচনের তফসিল রোববার (১৮ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তথ্য জানান।

মো. আলমগীর বলেন, ‘আগামী রোববারে আমাদের কমিশন সভা রয়েছে। সে সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে শিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ঠিক কবে নাগাদ ভোট হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি ছুটি, পাবলিক পরিক্ষা এবং ধর্মীয় উৎসব আছে কিনা- এসব দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তবে নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমে এবং সিসি ক্যামেরার বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। এছাড়া ওইসব শূন্য আসনে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা কাজ করবেন- সে বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। সামনের নির্বাচনে বিএনপিকে ডাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্ধারিত কোন দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবো না। তফসিল ঘোষণা করা হবে সব দলের প্রতি।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) আইন সংশোধনে আইন মন্ত্রণালয় ইতিবাচক বলে জানিয়ে তিনি বলেন, আমাদের উভয় পক্ষের মধ্যে বিষয়ে আলোচনা চলছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করছেন, তা শেষে তারা বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত দেবেন। আইনের ভাষা, দাড়ি-কমাসহ অন্যান্য দিকগুলো ঠিক আছে কিনা- সবকিছু যাছাই-বাছাই করেই আইন সংশোধন হবে বলেও জানান তিনি।

বিএনপির যে ছয় সংসদ সদস্যের সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে সেগুলো হলোÑ ঠাকুরগাঁও- আসনের জাহিদুর রহমান, বগুড়া- আসনের মোশারফ হোসেন, বগুড়া- আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ- আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া- আসনের আবদুস সাত্তার ভূঞা এবং মহিলা আসন-৫০ এর সংসদ সদস্য রুমিন ফারহানা।

এর আগে গত ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে দলের সংসদ সদস্যদের সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেয় দলটি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে অনড় দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা এই দল। তারই পরিপ্রেক্ষিতে ১১ ডিসেম্বর বিএনপির ওই জন সংসদ সদস্য স্পিকারের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। পরে এসব সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।



বিষয়: #



আর্কাইভ