শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
সোমবার ● ১৯ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ফুটবলের নতুন ঈশ্বর লিওনেল মেসি
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ফুটবলের নতুন ঈশ্বর লিওনেল মেসি
৩৫০ বার পঠিত
সোমবার ● ১৯ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুটবলের নতুন ঈশ্বর লিওনেল মেসি

---

স্বদেশভূমি স্পোর্টস ডেস্ক

ক্লাব ফুটবল দুহাত ভরে দিলেও বিশ্বকাপের মঞ্চটা চরম আক্ষেপের ছিল লিওনেল মেসির। সেই আক্ষেপ ঘুচিয়ে দিতে কাতারে আর্জেন্টিনা ঐক্যবদ্ধ হয়েছিল। লক্ষ্য ছিল লিওনেল মেসির জন্য হলেও সোনালী ট্রফি জিতে ৩৬ বছরের আক্ষেপ ঘোচাতে।

তাইতো সৌদি আরবের কাছে অঘটনের পর তাদের এমন রূপে দেখা গেলো, যাদের পথে বাঁধা হওয়ার সাধ্য হলো না কারও। হয়নি গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সেরও। টাইব্রেকারে ফ্রান্সকে পরাজিত করে লুসাইল স্টেডিয়ামে গড়লো নতুন ইতিহাস। যে ইতিহাস ২০১৪ সালের মারকানার দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

এতদিন মেসির সঙ্গে তুলনা চলেছে ম্যারাডোনার। কিন্তু ম্যারাডোনা যে কারণে ফুটবল ঈশ্বর-অমর সেই ট্রফিটাই মেসির কাছে এতদিন ধরা দেয়নি। ১৯৮৬ সালের পর আলবেসিলেস্তেদের তৃতীয় ট্রফি এনে দিয়ে অমরত্বের স্বাদটা অবশেষে ঠিকই পেলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী!

অথচ এই ৩৫ বছরে কত কিনা করেছেন। রাতের পর রাত বাঁ পায়ের জাদুতে বিমোহিত করেছেন। ক্যারিয়ারে ঘরোয়া ট্রফি জিতেছেন ৪১বার। তারমধ্যে বেশিরভাগ বার্সেলোনার। যে কারণে মেসি-বার্সা একে অপরের প্রতিশব্দ হয়ে উঠেছিল।

অথচ এই মেসিই ক্যারিয়ারের সুবর্ণ সময়ে আকাশি-সাদা জার্সিধারীদের হয়ে অলিম্পিক জিতলেও বৈশ্বিক ট্রফি জিততে পারেননি দীর্ঘদিন। সেই গেরো খুলে ২০২১ সালে কোপা আমেরিকা জিতে। একভাবে তখনই সমর্থকদের আশ্বস্ত করেছিলেন; খুদে জাদুকরের পায়ে বিশ্বকাপের ফুল ফুটতে যাচ্ছে।

নকআউটে প্রথম গোল করার কীর্তি দিয়েই তার বীজ বোনা শুরু। একের পর এক গোল, অ্যাসিস্টের পর ফাইনালে দেখা মিললো পূর্ণতার।

অথচ এই মেসিকে একসময় শুনতে হতো জাতীয় দল নয়, ক্লাবের জন্য খেলেন! সেই তকমাটা আস্তে আস্তে মুছতে শুরু করেন কোপা জিতে। এবার তো বিশ্বকাপ জিতে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।

প্রয়াত ডিয়েগো ম্যারাডোনা অন্যলোক থেকে নিশ্চয়ই মেসিসহ অন্যদের অভিনন্দন জানাচ্ছেন। আর্জেন্টাইনরাও স্মরণ করছেন ফুটবল ঈশ্বরকে।

তবে লুসাইলে ফাইনাল যে সহজ হবে না, তার ইঙ্গিত আগেই মিলেছিল। মেসি ও ডি মারিয়া প্রথমার্ধে গোল করে সহজ জয়ের বার্তাই দিয়েছিলেন। ততক্ষণে গোল্ডেন বুটও নিশ্চিত করে ফেলেছিলেন মেসি। কিন্তু বিরতির পর ফ্রান্স যেভাবে ঘুরে দাঁড়িয়ে তাদের উৎসবের ইতি টানলো তাতে সবটুকু অবদান কিলিয়ান এমবাপ্পের। জোড়া গোল করে ম্যাচ নিয়ে গেছেন অতিরিক্ত সময়ে। সমর্থকরা তখন উৎকণ্ঠায়, কী রোমাঞ্চ অপেক্ষা করছে শেষ বেলায়! ফুটবলের চরিত্র এমন বলেই তার মাহাত্ম্য এত বেশি। তার পরেও আর্জেন্টাইন ভক্তদের আত্মবিশ্বাস টলানো যায়নি। বরং কোরাসে গান গেয়ে দলকে প্রেরণা জুগিয়ে গেছেন।

তার পর তো ১১০ মিনিটে জাদুর পরশ দেখালেন মেসি নিজে। অসাধারণ এক গোলে আকাশি-সাদা জার্সিধারীদের ফিকে হতে যাওয়া স্বপ্ন রঙিন করে তুললেন। কিন্তু ফুটবল দেবতা মেসিকে অমরত্ব দেবেন বলে এত সহজে সব কিছু দিতে চাইলেন না। হয়তো মেসির শেষ বিশ্বকাপটাকে মহিমান্বিত করে তুলতেই ম্যাচটাকে করে তুলতে চাইলেন আরও স্মরণীয়। তাইতো ১১৮ মিনিটে এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেও শেষটায় হাসলেন মেসি নামের এক ফুটবল জাদু শিল্পী। এমবাপ্পে ম্যাচটা টাইব্রেকারে নিতে পারলেন ঠিকই। কিন্তু ফুটবল দেবতা যে মেসির অমরত্বের পথটা এভাবেই রচিত করে রেখেছিলেন!



বিষয়: #



আন্তর্জাতিক এর আরও খবর

নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেন ড. ইউনূস নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেন ড. ইউনূস
আপনারা হতাশ হবেন না, আমি শিগগিরই দেশে ফিরব : শেখ হাসিনা আপনারা হতাশ হবেন না, আমি শিগগিরই দেশে ফিরব : শেখ হাসিনা
বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও
শক্তিশালী গণতন্ত্রের জন্য লিঙ্গ সমতা অপরিহার্য: স্পিকার শক্তিশালী গণতন্ত্রের জন্য লিঙ্গ সমতা অপরিহার্য: স্পিকার
একাত্তরের মতো ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে ভারত: প্রণয় ভার্মা একাত্তরের মতো ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে ভারত: প্রণয় ভার্মা
এদেশের নির্বাচন পদ্ধতি কেমন জানতে চেয়েছে কমনওয়েলথ এদেশের নির্বাচন পদ্ধতি কেমন জানতে চেয়েছে কমনওয়েলথ
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ
স্পিকার’স সামিটে যোগ দিতে নয়াদিল্লিতে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল স্পিকার’স সামিটে যোগ দিতে নয়াদিল্লিতে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল
বাংলাদেশে নির্দিষ্ট সময়েই নির্বাচন চায় ভারত বাংলাদেশে নির্দিষ্ট সময়েই নির্বাচন চায় ভারত
কাগজবিহীন আন্তঃবাণিজ্য চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: থাইল্যান্ডে বাণিজ্য সচিব কাগজবিহীন আন্তঃবাণিজ্য চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: থাইল্যান্ডে বাণিজ্য সচিব

আর্কাইভ