শুক্রবার ● ২৩ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » মেট্রোরেলের আশপাশের ভবন মালিকদের জন্য ৭ বিধি-নিষেধ
মেট্রোরেলের আশপাশের ভবন মালিকদের জন্য ৭ বিধি-নিষেধ
মেট্রোরেল উদ্বোধন: এসএসএফ’র সতর্কতা
বিশেষ প্রতিনিধি
বুধবার ঢাকায় প্রথম মেট্রোরেল উদ্বোধনের দিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত লাইনের দুই পাশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বৃহস্পতিবারের আগে ফ্ল্যাটে নতুন ভাড়াটে উঠা, মেট্রোরেল উদ্বোধনের দিন ছাদে কাপড় শুকাতে দেয়া, নতুন কোনো অফিস বা দোকান চালুসহ বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এসব বিধিনিষেধ সংবলিত লিফলেট ভবন মালিকদের কাছে পৌঁছে দিচ্ছে পুলিশ।
ডিএমপির পল্লবী জোনের সহকারী কমিশনার আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য এসএসএফ সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনাগুলো দিয়েছে।
সে অনুযায়ী আজ পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশনাগুলো উল্লেখ করে ছাপানো লিফলেট ভবন মালিকদের কাছে পৌঁছে দিচ্ছেন। এই নির্দেশনা শুধু মেট্রোরেল আওতাধীন থানা এলাকার জন্যই প্রযোজ্য। ’
২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উত্তরা থেকে আগারগাঁও ভ্রমণ করবেন। এ জন্য উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিতে যাচ্ছে তার নিরাপত্তায় থাকা বিশেষ বাহিনী এসএসএফ।
এ জন্য মেট্রোরেলের আশপাশের ভবন মালিকদের জন্য সাতটি নির্দেশনা চূড়ান্ত করে সেগুলো বাস্তবায়নে পল্লবী ও তুরাগ থানাকে দায়িত্ব দেয়া হয়েছে। দুই থানার পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় লিফলেট বিতরণ করে এই নির্দেশনার বিষয়ে জানানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
যেসব বিধিনিষেধ আরোপ করেছে এসএসএফ
১. মেট্রোরেলসংলগ্ন এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে ২৯ ডিসেম্বরের আগে নতুন ভাড়াটে উঠতে পারবেন না।
২. কোনো বাণিজ্যিক ভবনে ২৮ ডিসেম্বরে নতুন কোনো অফিস, দোকান, রেস্তোরাঁ খোলা যাবে না।
৩. ২৮ ডিসেম্বর মেট্রোরেলসংলগ্ন কোনো ভবনের বেলকনি ও ছাদে কাপড় শুকাতে দেয়া যাবে না এবং কেউ (বেলকনি ও ছাদে) দাঁড়াতে পারবেন না।
৪. ২৮ ডিসেম্বর মেট্রোরেলসংলগ্ন এলাকার ভবন বা ফ্ল্যাটে কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না।
৫. মেট্রোরেলসংলগ্ন কোনো ভবনের হোটেল-রেস্তোরাঁ বা বাণিজ্যিক কার্যালয়ে সেদিন কেউ অবস্থান করতে পারবেন না।
৬. মেট্রোরেলসংলগ্ন এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে যদি বৈধ অস্ত্র থাকে, তা ২৫ ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে।
৭. মেট্রোরেলসংলগ্ন এলাকার সব ব্যাংক বা এটিএম বুথ ওই দিন সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলা পর্যন্ত বন্ধ রাখতে হবে।
এই ৭ নির্দেশনা তুরাগ ও পল্লবী থানাধীন এলাকার মেট্রোরেলের নিকটস্থ ভবনগুলোর মালিকরা উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত পালন করবেন।
বিষয়: #মেট্রোরেলের আশপাশের ভবন মালিকদের জন্য ৭ বিধি-নিষেধ