
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » বিইউপিতে ‘একাডেমিক স্ট্র্যাটেজিক প্লান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বিইউপিতে ‘একাডেমিক স্ট্র্যাটেজিক প্লান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
‘একাডেমিক স্ট্র্যাটেজিক প্লান’ শীর্ষক কর্মশালা করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। কর্মশালার লক্ষ্য আগামী তিন দশকে (২০২৩ থেকে ২০৫২ পর্যন্ত) বিইউপির ভিশন বিষয়ে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে একটি পরিকল্পনা তৈরি করা।
প্রতিষ্ঠানটির সেন্ট্রাল কনফারেন্স রুমে অফিস অব দ্যা ইভ্যালুয়েশন, ফ্যাকাল্টি অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট (ওইএফসিডি) এর উদ্যোগে নতুন বছরের শুরুতে ২ ও ৩ জানুয়ারি এই কর্মশালার আয়োজন করা হয়।
দু’দিনব্যাপী কর্মশালার প্রথম দিনের কর্মশালায় বিইউপির সাবেক উপাচার্যরা অংশ নিয়ে তাদের মতামত ও পরামর্শ উপস্থাপন করেন। আর দ্বিতীয় দিনের দেশের স্বনামধন্য অধ্যাপক, গবেষক ও শিল্প প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম।
এর আগে কর্মশালার শুরুতে বিইউপির ‘একাডেমিক স্ট্র্যাটেজিক প্লান’ এর কনসেপ্ট পেপার উপস্থাপন করা হয়। অত:পর সম্মানিত অংশগ্রহণকারী স্বনামধন্য ব্যক্তিদের জন্য উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। এরপর সম্মানিত অতিথিরাও বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে বিইউপির বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়: #বিইউপিতে 'একাডেমিক স্ট্র্যাটেজিক প্লান' শীর্ষক কর্মশালা