শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
রবিবার ● ৮ জানুয়ারী ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » উপনির্বাচনে আবেদনকারী ৫৩ জনের মনোনয়ন বাছাই রোববার
প্রচ্ছদ » জাতীয় » উপনির্বাচনে আবেদনকারী ৫৩ জনের মনোনয়ন বাছাই রোববার
২৫৭ বার পঠিত
রবিবার ● ৮ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপনির্বাচনে আবেদনকারী ৫৩ জনের মনোনয়ন বাছাই রোববার

 ---

সংসদের ৬ শূন্য আসনে উপনির্বাচন

বিশেষ প্রতিনিধি

বিএনপির ছেড়ে দেওয়া জাতীয় সংসদের ছয় শূন্য আসনে উপনির্বাচনে ৫৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হবে রোববার (০৮ জানুয়ারি)। রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করবেন। এ বিষয়ে ইসির যুগ্ম-সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী ০১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

উপনির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও-৩ আসনে ৬ জন, বগুড়া-৪ আসনে ৯ জন, বগুড়া-৬ আসনে ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৬ জন, চাপাইনবাবগঞ্জ-৩ আসনে ৬ জন এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১৩ জনসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এসব আসনের মধ্যে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ব্রাহ্মণবাড়ি-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী দেয়নি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৫ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৫ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ১ ফেব্রুয়ারি। সবগুলো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগপত্র ই-মেইলে স্পিকারের কাছে পাঠিয়েছেন বলে জানানো হয়। এরপর প্রথমে ৬ জন ও পরে একজন স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন। স্পিকার তাদের পদত্যাগপত্র গ্রহণ করলে আসনগুলো শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। তার ভিত্তিতে ইসি ওই ৬ আসনে উপনির্বাচনের তফসিল দেয়। তবে শূন্য হওয়া সংরক্ষিত একটি আসনের নির্বাচন নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত দেবে সংস্থাটি।



বিষয়: #



আর্কাইভ