শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
রবিবার ● ৮ জানুয়ারী ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » নির্বাচনকে সামনে রেখে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে: সরকার দলীয় সাংসদরা
প্রচ্ছদ » জাতীয় » নির্বাচনকে সামনে রেখে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে: সরকার দলীয় সাংসদরা
২৫১ বার পঠিত
রবিবার ● ৮ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচনকে সামনে রেখে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে: সরকার দলীয় সাংসদরা

---
বিশেষ প্রতিনিধি

সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র-চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। তারা বলেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিরোধী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে গ্রেনেড হামলাসহ নানা অপচেষ্টা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এখনো মানুষ পুড়িয়ে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
রোববার (৮ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে এসব কথা বলেন বক্তারা। গত ৫ জানুয়ারি একাদশ সংসদের ২১তম অধিবেশনের শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওই ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে প্রস্তাব উপস্থাপন করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকারি দলের সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, নূর উদ্দিন চৌধুরী নয়ন ও আনোয়ারুল আবেদীন খান। অধিবেশন সোমবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বর্তমান সরকার অত্যন্ত সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। পাকিস্তানের জনগণও এখন বাংলাদেশের মতো হতে চায়। অথচ বিএনপি নেতারা প্রলাপ বকছেন। ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছেন। জনগণ তাদের সঙ্গে নেই। জনগণের রায় নিয়ে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।
প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বের কারণে জীবন ও জীবিকায় বড় ধরনের পরিবর্তন এসেছে দাবি করে সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। তাই উন্নয়নমূলক কাজের প্রকল্প বাস্তবায়নে সতর্ক থাকতে হবে। এমপির কোটার ২০ কোটি টাকার কাজেও অর্থ সংকটের কথা বলা হচ্ছে। সংসদ নির্বাচনের আগে এক বছর সময় আছে। এই সময়ের মধ্যে গৃহীত প্রকল্পগুলো শেষ করতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার দাবি জানাই।



বিষয়: #



আর্কাইভ