শিরোনাম:
ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
Swadeshvumi
সোমবার ● ৯ জানুয়ারী ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » ইভিএম প্রকল্প পাস না হলে জাতীয় নির্বাচন হবে ব্যালটে: ইসি রাশেদা
প্রচ্ছদ » জাতীয় » ইভিএম প্রকল্প পাস না হলে জাতীয় নির্বাচন হবে ব্যালটে: ইসি রাশেদা
২১৯ বার পঠিত
সোমবার ● ৯ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইভিএম প্রকল্প পাস না হলে জাতীয় নির্বাচন হবে ব্যালটে: ইসি রাশেদা

---

বিশেষ প্রতিনিধি

মধ্য জানুয়ারিতে ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে জাতীয় সংসদ নির্বাচন ব্যালট পেপারে করার প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। কারণ এই সময়ের মধ্যে ওই যন্ত্রগুলো না পেলে ১৫০ আসনে তা ব্যবহার করা সম্ভব হবে না। সে ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ভোট গ্রহণে ইসিকে প্রস্তুতি নিতেই হবে। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ‘প্রকল্পটি খুব একটা এগিয়েছে বলে মনে হয় না। এ প্রকল্পের অর্থপ্রাপ্তি সাপেক্ষে সর্বাধিক ১৫০ আসনে ইভিএম ব্যবহার করব বলে আমরা বলেছিলাম। কিন্তু এটি পাস না হলে আমাদের কাছে বর্তমানে যা আছে তা দিয়েই ভোটগ্রহণের আয়োজন করব। তিনি বলেন, এ বিষয়ে নীতিনির্ধারকদের (মন্ত্রণালয়/সরকার) সঙ্গে কোন কথা হয়নি, কথা বলার রীতিও নেই। ইসি হয়তো সচিবালয়ের সঙ্গে কথা বলবে। আমাদের সক্ষমতা যা আছে তা দিয়েই করব। আমার জানা মতে, ৭০ থেকে ৮০টি আসনে ইভিএম ব্যবহার করার সক্ষমতা আছে। বর্তমানে কী অবস্থায় আছে তা জানি না।

গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আরপিও বিল আকারে রেডি করছে। সবকিছু যাচাই-বাছাই করে আমাদের কাছে পাঠাবে বলে আইন মন্ত্রণালয় জানিয়েছে।’

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার নতুন একটি প্রকল্পের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রস্তাব এখনও পাস হয়নি, যা এখনও পরিকল্পনা কমিশনে প্রস্তাবাধীন।



বিষয়: #



আর্কাইভ