শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
সোমবার ● ১৬ জানুয়ারী ২০২৩
প্রচ্ছদ » আন্তর্জাতিক » মুক্তি পেলো ‘ফারাজ’ সিনেমার ট্রেলার
প্রচ্ছদ » আন্তর্জাতিক » মুক্তি পেলো ‘ফারাজ’ সিনেমার ট্রেলার
২৮৪ বার পঠিত
সোমবার ● ১৬ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তি পেলো ‘ফারাজ’ সিনেমার ট্রেলার

---

* হোলি আর্টিজানের ঘটনা নিয়ে ছবিটি নির্মিত

* ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ

* মুক্তি পাবে আগামী ফেব্রুয়ারি

বিনোদন ডেস্ক

ঢাকার হোলি আর্টিজানের নৃশংস ঘটনা নিয়ে নির্মিত ফারাজনামে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। সোমবার ১৬ জানুয়ারি দুপুরে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ২ মিনিট সেকেন্ডের ট্রেলার মুক্তি দেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানটি সিরিজ। এর আগে গত ৯ জানুয়ারি তারা জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি ছবিটি ভারতের সিনেমা হলে মুক্তি দিন ধার্য করা হয়েছে। এই খবরটি নিশ্চিত করে ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম।

 ---

মুক্তির আগেই ভারত বাংলাদেশে আলোচনার জন্ম দেওয়া এই সিনেমাটি নির্মাণ করেছেনআলীগড়’, ‘ওমের্তা’, ‘শহীদ’, ‘স্ক্যাম ১৯৯২খ্যাত পরিচালক হংসল মেহতা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন অনুভব সিনহা ভূষণ কুমার। প্রযোজক ও প্রখ্যাত নির্মাতা অনুভব সিনহা জানান, ‘ফারাজ এমন একটি গল্প, যা বলা খুব প্রয়োজন। বিশ্বকে নাড়িয়ে নেওয়া ঘটনাটি সুন্দর নিপুণভাবে তুলে ধরেছেন হংসল। ইউটিউকে মুক্তি পাওয়া ফারাজ ছবির ট্রেলার দেখলেই বোঝা যাবে এই সিনেমায় হোলি আর্টিজানে সংগঠিত ঘটনার চলচ্চিত্রায়ণ করা হয়েছে।

বাংলাদেশের ঘটনা নিয়ে ছবিটি নির্মাণ করা হলেও বলিউডে নির্মিত এই সিনেমার সংলাপ হিন্দি, পুরো ট্রেলারে কোন বাংলা সংলাপ নেই। ট্রেলারের শুরুতেই পর্দায় লেখা ওঠে জুলাই ২০১৬, ঢাকা, বাংলাদেশ। এরপরই দেখানো হয় একটি রেস্তোরাঁ, যেখানে অনেক বিদেশির আনাগোনা। হঠাৎই সেখানে হাজির হন সন্ত্রাসীরা, এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। তৈরি হয় ভয়াবহ পরিবেশ। এর সঙ্গে দেখানো হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও। প্রথমে পুলিশ, র‍্যাব পরে দেখানো হয় সেনাবাহিনীর তৎপরতাও।

---

ট্রেলার মুক্তির আগে এক বিবৃতিতে হংসল মেহতা জানান, তরুণেরা কীভাবে সহিংসতায় জড়িয়ে পড়েন, তা আবিষ্কারের চেষ্টা করা হয়েছে এই সিনেমায়। সেই সঙ্গে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে অসমসাহস মানবতার প্রয়োজন, সে বিষয়েও আলোকপাত করা হয়েছে । তিনি আরও জানান, এই ছবিটি দিয়ে কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়ালের অভিষেক হচ্ছে। গত বছর বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে।

২০১৬ সালের জুলাই রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ওই নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে; যা বাংলাদেশসহ বিশ্বব্যাপী আলোচনার সৃষ্টি করে।



বিষয়: #



আন্তর্জাতিক এর আরও খবর

নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেন ড. ইউনূস নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেন ড. ইউনূস
আপনারা হতাশ হবেন না, আমি শিগগিরই দেশে ফিরব : শেখ হাসিনা আপনারা হতাশ হবেন না, আমি শিগগিরই দেশে ফিরব : শেখ হাসিনা
বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও
শক্তিশালী গণতন্ত্রের জন্য লিঙ্গ সমতা অপরিহার্য: স্পিকার শক্তিশালী গণতন্ত্রের জন্য লিঙ্গ সমতা অপরিহার্য: স্পিকার
একাত্তরের মতো ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে ভারত: প্রণয় ভার্মা একাত্তরের মতো ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে ভারত: প্রণয় ভার্মা
এদেশের নির্বাচন পদ্ধতি কেমন জানতে চেয়েছে কমনওয়েলথ এদেশের নির্বাচন পদ্ধতি কেমন জানতে চেয়েছে কমনওয়েলথ
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ
স্পিকার’স সামিটে যোগ দিতে নয়াদিল্লিতে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল স্পিকার’স সামিটে যোগ দিতে নয়াদিল্লিতে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল
বাংলাদেশে নির্দিষ্ট সময়েই নির্বাচন চায় ভারত বাংলাদেশে নির্দিষ্ট সময়েই নির্বাচন চায় ভারত
কাগজবিহীন আন্তঃবাণিজ্য চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: থাইল্যান্ডে বাণিজ্য সচিব কাগজবিহীন আন্তঃবাণিজ্য চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: থাইল্যান্ডে বাণিজ্য সচিব

আর্কাইভ