শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » মেরুদণ্ড জোড়া লাগানো শিশু নুহা ও নাবার প্রথম অস্ত্রোপচার সম্পন্ন
প্রচ্ছদ » জাতীয় » মেরুদণ্ড জোড়া লাগানো শিশু নুহা ও নাবার প্রথম অস্ত্রোপচার সম্পন্ন
২৮৯ বার পঠিত
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেরুদণ্ড জোড়া লাগানো শিশু নুহা ও নাবার প্রথম অস্ত্রোপচার সম্পন্ন

 ---

বিএসএমএমইউতে জমজ শিশুর অস্ত্রোপচার

# প্রথম দফা অস্ত্রোপচার শেষে ওই দুই শিশু সুস্থ আছে

# মূল অস্ত্রোপচারের আগে আরও কয়েক দফা অস্ত্রোপচার লাগবে

বিশেষ প্রতিনিধি

মেরুদণ্ড জোড়া লাগানো শিশু নুহা ও নাবার শরীরে প্রথম ধাপের অস্ত্রোপচার করা হয়েছে। এরপর কোন জটিলতা দেখা দেয়নি বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টা থেকে ভোররাত ৩টা পর্যন্ত বিএসএমএমইউতে তাদের এই অস্ত্রোপচার হয়। এতে নেতৃত্ব দেন নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।

প্রথম ধাপের এই অস্ত্রোপচারের মাধ্যমে নুহা ও নাবার শরীরে টিস্যু বর্ধনকারী যন্ত্র এক্সপান্ডা প্রতিস্থাপন করা হয়েছে। অস্ত্রোপচার শেষে ওই দুই শিশু সুস্থ আছে বলে জানিয়েছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। অস্ত্রোপচার পরবর্তী অবস্থায় সাবধানতার জন্য নুহা ও নাবাকে হাসপাতালের এইচডিইউতে রাখা হয়েছে।

অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, ‘মূল অপারেশনের (আলাদা করা) জন্য তাদের প্রস্তুত করতে কতগুলো অপারেশন করতে হয়। এ ধরনের আরও তিনটি অপারেশন করতে হবে। দুটো বাচ্চা এখন একসঙ্গে লেগে আছে। আমরা যখন তাদের আলাদা করব, তখন ওখানটা চামড়া দিয়ে ঢেকে দিতে হবে। চামড়া বাড়ানোর জন্য একটা পদ্ধতি আছে। সেটাই আজ আমরা করেছি।’

---

বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার সংবাদ সারাবেলাকে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুহা ও নাবার সার্বক্ষণিক খবর নিচ্ছেন। তাদের সুচিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। চিকিৎসার প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছেন। নুহা ও নাবা ভালো আছে। মেরুদণ্ডে জোড়া লাগানো এই দুই শিশুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হবে বলে আমি আশাবাদী।’

সোমবারের অস্ত্রোপচারে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের তত্ত্বাধায়ক ডা. সামন্তলাল সেন, বিএসএমএমইউর নার্সিং অনুষদের ডিন ও অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বনিক, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আইয়ুব আলী, শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম জাহিদ হোসেন, অ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বনিকসহ ১০ জন চিকিৎসক অংশ নেন।

কুড়িগ্রামের পরিবহন শ্রমিক আলমগীর হোসেন রানা ও নাসরিন আক্তার দম্পতির ঘরে গত বছরের ২১ মার্চ স্থানীয় একটি হাসপাতালে জন্ম হয় নুহা ও নাবা’র। জন্মের সময় তাদের ওজন ছিল ৮ দশমিক ৫ কেজি। কুড়িগ্রামের সিভিল সার্জন এম মোরশেদ এবং অধ্যাপক ডা. মোহাম্মাদ হোসেনের সহায়তায় চিকিৎসার জন্য গত বছরের ৪ এপ্রিল তাদের বিএসএমএমইউ’তে আনা হয়।



বিষয়: #



আর্কাইভ