শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
মঙ্গলবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » কোন ‘ইয়েস উদ্দীন’কে রাষ্ট্রপতি করা হয়নি: কাদের
প্রচ্ছদ » জাতীয় » কোন ‘ইয়েস উদ্দীন’কে রাষ্ট্রপতি করা হয়নি: কাদের
২৫৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোন ‘ইয়েস উদ্দীন’কে রাষ্ট্রপতি করা হয়নি: কাদের

---

বিশেষ প্রতিনিধি

রাষ্ট্রপতি পদে স্বাধীনতাবিরোধী কোন অপশক্তিকে মনোনয়ন দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এমন ব্যক্তিকে এই পদে মনোনয়ন দেওয়া হয়েছে, যার গোটা জীবনই বর্ণাঢ্য। গতকাল সোমবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ২২তম রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচিত ঘোষণার পর সাংবাদিকদের কাছে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা এমন কোন রাষ্ট্রপতি করিনি যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়েস উদ্দিন। এ ইয়েস কোন ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি। আমরা মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী, কোন অপশক্তিকে মনোনয়ন দিইনি। টেররিজমে বিশ্বাস করে, আগুন সন্ত্রাসে বিশ্বাস করে- এমন কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়নি। সুশিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিতে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি। যার রাজনৈতিক ক্যারিয়ার, গোটা জীবনই বর্ণাঢ্য। এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেছে। এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় সিইসিকে ধন্যবাদ। মনোনয়নপত্র বাছাইয়ের পর প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা আমরা পেয়েছি। একটি কপি আমাদের দেওয়া হয়েছে।’

ওবায়দুল কাদের তার বক্তব্যে ‘ইয়েজউদ্দিন’ বলতে ২০০২ সালে বিএনপি–-জামায়াতের জোট সরকারের সময়কার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের কথা বলেছেন। ইয়াজউদ্দিন ২০০২ সালে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাজনৈতিক গোলোযোগের সময় ২০০৬ সালের ২৯ অক্টোবর রাষ্ট্রপতির দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। ২০০৭ সালের ১২ জানুয়ারি তিনি এই পদত্যাগ করেন এবং তার পরদিন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করেন।

গতকাল রোববার সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় রয়েছে। এ কারণে তারা (আওয়ামী লীগ) কাকে রাষ্ট্রপতি বানাচ্ছে, তাতে বিএনপির আগ্রহ দেখানোর কিছু নেই। বিএনপি নেতার এমন বক্তব্যের বিষয়ে আজ ওবায়দুল কাদের বলেন, ‘এখানে তাদের আগ্রহ থাকবে না। দেশের সংবিধানে, গণতন্ত্রে তাদের কোনো আগ্রহ নেই। গণতন্ত্র ও সংবিধানে আগ্রহ না থাকে তাহলে রাষ্ট্রপতি কে হলো না হলো, তা নিয়ে তাদের আগ্রহ না থাকারই কথা। এ নিয়ে আমরা অবাক হইনি। ’

দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা পরিষ্কার বলতে চাই- আমরা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। বিএনপির মতো দল নির্বাচনে থাকুক, এটা আমাদের প্রত্যাশা।’

নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার পর সংবিধান মেনে কাজ করবেন এমন আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধান রাষ্ট্রপতিকে যে দায়িত্বভার দিয়েছেন, সেটা তিনি করবেন, সংবিধানের বাইরে কিছু করার থাকবে না।’



বিষয়: #



আর্কাইভ