শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
বুধবার ● ১ মার্চ ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » জাতীয় ভোটার দিবস উদযাপনের প্রস্তুতি
প্রচ্ছদ » জাতীয় » জাতীয় ভোটার দিবস উদযাপনের প্রস্তুতি
২৪৭ বার পঠিত
বুধবার ● ১ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় ভোটার দিবস উদযাপনের প্রস্তুতি

---

বিশেষ প্রতিনিধি

পঞ্চম জাতীয় ভোটার দিবস আগামীকাল (২ মার্চ, বৃহস্পতিবার)। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’। বরাবরের মতো এবারও দিবসটি উদযাপনে সারা দেশে র‌্যালি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

এসব অনুষ্ঠানে প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, ভোটার দিবসে সারা দেশে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া সকাল সাড়ে ৮টায় নির্বাচন ভবনের সামনের চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে নির্বাচন কমিশন ভোটার দিবস উদযাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। বিকেল ৪টায় হবে আলোচনা সভা। এসব অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে¡ নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

ভোটার দিবসে দক্ষতা ও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের তিন চৌকস কর্মকর্তাকে জাতীয় নির্বাচনি পদক দেওয়া হবে। কেন্দ্রীয়ভাবে এসব কর্মসূচি ছাড়াও সারা দেশে আঞ্চলিক, জেলা ও উপজেলা/থানা পর্যায়ে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়েও র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে।

২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরই মূলত জাতীয় ভোটার দিবস উদযাপনের চিন্তাভাবনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয়ভাবে ভোটার দিবস উদযাপনের একটি প্রস্তাব কমিশন সভায় উপস্থাপন করে। কমিশন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে এবং নীতিগতভাবে ২ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়।



বিষয়: #



আর্কাইভ