শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২৫ মে ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » ভোট পর্যবেক্ষণে ইসি কর্মকর্তাদের সিসি ক্যামেরায়
প্রচ্ছদ » জাতীয় » ভোট পর্যবেক্ষণে ইসি কর্মকর্তাদের সিসি ক্যামেরায়
১৬৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৫ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোট পর্যবেক্ষণে ইসি কর্মকর্তাদের সিসি ক্যামেরায়

---

নিজস্ব প্রতিবেদক 

সিসি ক্যামেরার মাধ্যমে আগারগাঁও নির্বাচন ভবন থেকে গাজীপুর সিটি নির্বাচনে সবকেন্দ্রের ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছে  নির্বাচন কমিশন (ইসি)। ইসি কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ভোট শুরুর পর থেকে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে স্থাপিত সিসি ক্যামেরা পযবেক্ষণ কেন্দ্রে ভোট দেখছেন নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পৌনে ১২ লাখ ভোটারের গাজীপুর সিটি নির্বাচনে ৪৮০ কেন্দ্রে ভোট চলছে। বিকাল চারটা পযন্ত একটানা ভোট চলবে। সকালেই সিসি ক্যামেরায় নজর রাখছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান। কাজী হাবিববুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও সুন্দরভাবে করার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

---

নির্বাচন ভবনে ইসির ‘আইডিয়া প্রকল্পে’র প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল রয়েছে। তাতে জননিরাপত্তা বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার, বিজিবি, র‌্যাব ও আর্মড পুলিশের প্রতিনিধিরা রয়েছেন।তারা আগারগাঁও নির্বাচন ভবন থেকে এ নির্বাচন মনিটর করছেন।

গাজীপুর রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম জানান, গাজীপুরে প্রতি কেন্দ্রে এবং কক্ষে একটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ব্যবহার করার জন্য পাঁচ হাজার ২৪৬টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রস্তুত রাখা হয়েছে। ইভিএমে সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের জন্য প্রস্তুতি হিসেবে প্রতি কেন্দ্রে একজন করে মোট ৪৮০ জন ট্রাবলশ্যুটার, প্রতি দুই কেন্দ্রে একজন করে মোট ২৪০ জন (ভ্রাম্যমাণ) টেকনিক্যাল এক্সপার্ট, ১৪ জন সহকারী প্রোগ্রামার এবং চারজন প্রোগ্রামার রয়েছেন।

ইসির নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা জানান, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তথ্য ভোট শুরুর পর থেকে পাওয়া যায় নি। পরিস্থিতি পযবেক্ষণ করে তাৎক্ষনিখ ব্যবস্থা নেওয়া হবে।

---

ইসির আইডিইএ প্রকল্পের জুনিয়র কমিউনিকেশন কনসালটেন্ট শফিকুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের পঞ্চম তলায় কন্ট্রোল রুমে সকাল আটটা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে সিটি নির্বাচন মনিটরিং করা হচ্ছে।  মোট ৪ হাজার ৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, ১৮টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সাথে ৪৬৬ টি সিসি ক্যামেরায় ৪৬৬ টি ভোট কক্ষ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে দশ সেকেন্ড পরপর অটো রোটেড করে এভাবে ৪ হাজার ৪৩৫টি কেন্দ্রের ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। সিটি নির্বাচনে অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ৪৯১ টি। প্রতিটি ভোট কক্ষে একটি  করে আর কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



বিষয়: #



আর্কাইভ