শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
শনিবার ● ১০ জুন ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » বরিশালে বিএনপির ভোট কারা পাবে তা নিয়ে চলছে সমীকরণ
প্রচ্ছদ » জাতীয় » বরিশালে বিএনপির ভোট কারা পাবে তা নিয়ে চলছে সমীকরণ
১৭০ বার পঠিত
শনিবার ● ১০ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরিশালে বিএনপির ভোট কারা পাবে তা নিয়ে চলছে সমীকরণ

---

শাহনাজ পারভীন এলিস, বরিশাল থেকে

বিএনপির সিনিয়র নেতাদের দেয়া তথ্য অনুযায়ী, বরিশাল নগরীতে বিএনপির ভোটার রয়েছে প্রায় ১ লাখ। আর এবারের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনেও অংশ নেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাই স্বাভাবিকভাবেই বিএনপি সমর্থকদের ভোট কোন দিকে যাবে, তা নিয়ে চলছে তা নিয়ে চলছে আলোচনা, নানা সমীকরণ কসছেন স্থানীয়রা।

তাদের মতে, নির্বাচনে কোন একক প্রার্থী বিএনপি সমর্থকদের ভোট পাবেন না। তবে ধারণা করছেন, প্রার্থীদের মধ্যে যিনি বিএনপি সমর্থকদের ভোট বেশি টানতে পারবেন, তার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি।

২০১৩ সালের বরিশাল সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী আহসান হাবিব কামাল মোট ভোটের ৪০ শতাংশ পেয়ে আওয়ামী লীগ প্রার্থী শওকত হোসেনকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। স্থানীয়রা এবং সুশীল সমাজের সদস্যরা ২০১৮ সালের সিটি নির্বাচনটিকে বৈধ বলে মনে করেন না। তাদের মতে, ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে।

সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার মেয়র প্রার্থী হয়েছেন। বিএনপিতে রূপনের কোনো পদ না থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনী প্রচারণায় নিজেকে বিএনপি পরিবারের সদস্য হিসেবে তুলে ধরে বিএনপি সমর্থকদের কাছে ভোট চেয়েছেন রূপন।

রূপন গত সপ্তাহ থেকে বরিশাল বিএনপির বর্ষীয়ান নেতা সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার ও এবায়দুল হক চানসহ আরও অনেকের সঙ্গে বৈঠক করছেন। এসব বৈঠকের মাধ্যমে তিনি সহানুভূতি আদায় করে ভোট চাইছেন। এ বিষয়ে নগর বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান ফারুক জানান, বিএনপি এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না এবং তারা তাদের সমর্থকদের ভোটকেন্দ্রে যেতেও নিরুৎসাহিত করবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস আক্তার শিরিন বলেন, ‘আমরা বারবার আমাদের দলের সদস্যদের নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছি। এমনকি ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করেছি। যারা দলের সিদ্ধান্ত অমান্য করেছে, তারা বহিষ্কার হয়েছে। এই নির্বাচনের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’

এরপরও বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পদে থাকা ১৮ নেতা এই নির্বাচনে অংশ নিচ্ছেন। কাজেই ধারণা করা যেতে পারে যে অল্প সংখ্যক হলেও বিএনপির সমর্থক এই প্রার্থীদের পক্ষে ভোট দিতে পারেন।

এ ছাড়া, জাতীয় পার্টির (জেপি) প্রার্থী ও যুবদল নেতা তসলিম উদ্দিনের ভাই ইকবাল হোসেন তাপস মনে করেন, বিএনপির সঙ্গে আদর্শিক মিল থাকায় দলটির সমর্থকদের উল্লেখযোগ্য সংখ্যক ভোট তিনি পাবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি করিমও ব্যক্তিগত পর্যায়ে বিএনপি মনোভাবাপন্ন ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদের ভোট পাওয়ার ব্যাপারে আশাবাদী।

সূত্র জানায়, কোন দলের সমর্থক নয় এবং ইসলামী আন্দোলনের মতাদর্শের সঙ্গে মিল রয়েছে, এমন কিছু ভোটারও তাকে ভোট দিতে পারে। এছাড়া, আওয়ামী লীগ নেতাদের একটি অংশ গুজব ছড়াচ্ছে যে আওয়ামী লীগের কিছু সমর্থক মুফতি করিমকে ভোট দিতে পারে।



বিষয়: #



আর্কাইভ