সোমবার ● ১২ জুন ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » বরিশালের নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ
বরিশালের নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ
শাহনাজ পারভীন এলিস
বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।
সোমবার রাতে বরিশাল শিল্প কলা একাডেমি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন বরিশাল সিটির রিটার্নিং অফিসার মোঃ হুমায়ুন কবির।
সোমবার সকাল আটটা থেকে ১২৬ টি কেন্দ্রে শুরু হয় ইভিএমে ভোট গ্রহণ যা চলে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচনে সাত জন মেয়র প্রার্থী, ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৮ জন কাউন্সিলর প্রার্থী ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বরিশাল সিটির মোট ভোটার ২ লাক্ষ ৭৬ হাজার ৪৯৭ জন।এর মধ্যে পুরুষ ভোটার- ১ লাক্ষ ৩৭ হাজার ৬৯২। মহিলা ভোটার - ১ লাক্ষ ৩৮ হাজার ৮০৫ জন।
ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের জানান বরিশাল সিটিতে ৫০% ভোট পড়েছে তবে কম বেশি হতে পারে।
এদিকে বিকেল চারটায় ভোট শেষ হওয়ার পর কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করে শিল্পকলা একাডেমিতে। এরপর একে একে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে ভোটের ব্যবধান বাড়ার সাথে সাথে উল্লাহ শুরু করে আবুল খায়ের আব্দুল্লাহর কর্মী সমর্থকরা। নগরীর সদর রোডে নৌকার নির্বাচনি কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন নতুন নগর পিতা খোকনের সমর্থকরা।
ফলাফল হাতে পেয়ে সোমবার রাত ৮ টার দিকে নগরীর সদররোডস্থ নির্বাচনী প্রধান কার্যালয়ে নেতাকর্মী ও সাংবাদিকদের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন খোকন সেরনিয়াবাত। এসময় তিনি বলেন, বরিশাল বসবাসকারী শান্তিপ্রিয় নগরবাসী সালাম নিবেন। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও আল্লাহর ইচ্ছায় আমি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছি। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশা আকাঙ্খা নিয়ে আমাকে প্রার্থী বানিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন, ভোটের মাধ্যমে আপনারা আমাকে বিজয়ী করে মাননীয় নেত্রীর আশা আকাঙ্খা পূরণ করেছেন। আমি সমগ্র বাংলাদেশের গণমানুষের আশার প্রদীপ দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে এই নগরীর সকল ভোটার, জনগন এবং আমার দলীয় সকল কর্মী যারা নির্বাচনের সাথে জড়িত তাদের প্রতি যেমন কৃতজ্ঞতা জানাই, তেমনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যসহ সাংবাদিকগনের প্রতি কৃতজ্ঞতা জানাই। নির্বাচনী ইশতেহারের মাধ্যমে আপনাদের প্রতি দেয়া সকল অঙ্গীকার সমূহ পর্যায়ক্রমে আমি বাস্তবায়ন করতে সচেস্ট থাকব। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন। নতুন বরিশাল গড়ার অঙ্গীকার, জয় হোক শেখ হাসিনার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এসময় খোকন সেরনিয়াবাতকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মী ও সমর্থকরা
এদিকে বিজয় নিশ্চিতের পর সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ বরিশাল মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ খোকন সেরনিয়াবাতকে আন্তুরিক শুভেচ্ছা ও অভিনন্দন মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী খোকন সেরনিয়াবাত ৮৭ হাজার ৭৫৩ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীম ৩৪ হাজার ৩৪৫ ভোট পেয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেল। আর এ তথ্য স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছ থেকে সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন নৌকা প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আফজালুল করীম।
বিষয়: #বরিশালের নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ