শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২২ জুন ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » নগরবাসীকে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করবো: লিটন
প্রচ্ছদ » জাতীয় » নগরবাসীকে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করবো: লিটন
২২২ বার পঠিত
বৃহস্পতিবার ● ২২ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নগরবাসীকে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করবো: লিটন

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

নিজস্ব প্রতিবেদক

নগরবাসীকে দেওয়া সব ওয়াদা পর্যায়ক্রমে বাস্তবায়ন করার প্রত্যয় জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনে পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বুধবার (২১ জুন) রাতে নগরীর রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজশাহী নগরীর বাসিন্দারা আবারও আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করায় তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নগরবাসীকে যে ওয়াদাগুলো করেছি, পর্যায়ক্রমে সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইবো। তিনি ছাড়া আমার পক্ষে কোন কিছু করা সম্ভব না। আমি কর্মসংস্থানের ক্ষেত্রগুলো তৈরি করতে চাই, যেটা আমি বারবার বলেছি, সেটি করতে যতদূর যাওয়া দরকার, আমি যাব।’

নবনির্বাচিত মেয়র বলেন, রাজশাহী মহানগরীর ভৌগোলিক আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এছাড়া নগরবাসীর সহযোগিতা নিয়ে নির্বাচনি ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করতে চাই।

এদিকে বিপুল ভোট তৃতীয়বারের মতো রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন রাজশাহীর জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমজীবী সহ সর্বস্তরের জনসাধারণ। বুধবার রাতে নগরীর রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলে ফুলে সিক্ত করেন নানা শ্রেণিপেশার মানুষ।



বিষয়: #



আর্কাইভ