শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
সোমবার ● ১৭ জুলাই ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » হিরো আলমের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত : এ আরাফাত
প্রচ্ছদ » জাতীয় » হিরো আলমের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত : এ আরাফাত
১৭০ বার পঠিত
সোমবার ● ১৭ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হিরো আলমের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত : এ আরাফাত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন
---
নির্বাচনকে বিতর্কিত করতে তার ওপর হিরো আলমের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টার অংশ হিসেবে ঢাকা-১৭ আসন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। সোমবার (১৭ জুলাই) ভোটগ্রহণ শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ আহ্বান জানান তিনি।

আরাফাত বলেন, আমি শুনেছি একজন প্রার্থীর ওপর হামলা হয়েছে। তবে এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। যদি তারা আমাদের দলের কর্মী হয়, তাহলে দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমি চাই সত্যটা উন্মচিত হোক।

তিনি আরও বলেন, প্রার্থীর ওপর হামলার ঘটনার তথ্য আমি জানতে পেরেছি। একজন প্রার্থীর সাথে যে ঘটনাটি ঘটেছে আমি শুনেছি এবং জেনেছি। এটি খুবই অনাকাঙ্ক্ষিত। নির্বাচন সারাদিন খুব সুন্দরভাবে চলছিল, শেষ মুহূর্তে এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার প্রয়োজন ছিল না। তার মধ্য দিয়ে নির্বাচনকে বিতর্কিত করার একটি অপচেষ্টা কেউ করেছে বলে মনে হয়।

নৌকার টিকেটের এই প্রার্থী বলেন, যা ঘটেছে তার জন্য তীব্র নিন্দা জানাই। নির্বাচন কমিশনের কাছে আমি দাবি জানাই যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের ওপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক যাতে ভবিষ্যতে নির্বাচনকে ঘিরে এ ধরনের ঘটনা না ঘটে।

সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এই উপনির্বাচনে ১২ থেকে ১৪% ভোট পড়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট দেন ভোটাররা। সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করেন কমিশন।

ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আটজন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত ইউটিউবার মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং মো. তারিকুল ইসলাম।

প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভুঞা সকাল ১০টার দিকে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে ভোট বর্জনের ঘোষণা দেন।

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। প্রার্থীদের মধ্যে প্রচারণায় বেশি তৎপর ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোহম্মদ আলী আরাফাত, একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের সিকদার আনিসুর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। এরপর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।



বিষয়: #



আর্কাইভ