মঙ্গলবার ● ১৮ জুলাই ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » ঢাকা-১৭ আসনের এমপি হলেন মোহাম্মদ এ আরাফাত
ঢাকা-১৭ আসনের এমপি হলেন মোহাম্মদ এ আরাফাত
* আরাফাত ভোট পেয়েছেন ৭৭ শতাংশ
* হিরো আলম পেয়েছেন ১৪.৯৯ শতাংশ
* নির্বাচনে ভোট পড়েছে ৩৭,৪২০টি
* কাস্টিং ভোটের হার ১১.৫১ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। আর ৫ হাজার ৬০৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান পেয়েছেন একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
সোমবার (১৭ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই ফলাফল ঘোষণা করেন ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান। তিনি জানান, এই নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিলো ১২৪টি। ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। মোট ভোট দিয়েছেন ৩৭ হাজার ৪২০ জন, এর মধ্যে বৈধ ভোট ৩৬ হাজার ৫০৩ জন। ভোট বাতিল হয়েছে ৩৮৩টি। মোট ভোট পড়েছে ৩৭৪২০টি। প্রদত্ত ভোট মোট ভোটারের ১১ দশমিক ৫১ শতাংশ। ভোটের আনুষ্ঠানিক ফল আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
এই উপনির্বাচনে মোট কাস্টিং ভোটের মধ্যে মোহাম্মদ এ আরাফাত পেয়েছেন ৭৭ শতাংশ। হিরো আলম পেয়েছে ১৪ দশমিক ৯৯ শতাংশ। নির্বাচনে এই দুই প্রার্থী ছাড়া অন্য সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনি আইন অনুযায়ী মোট কাস্টিং ভোটের এক-অষ্টমাংশের (সাড়ে ১২ শতাংশ) কম পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
নির্বাচনে কাস্টিং ভোটের মধ্যে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান পেয়েছেন এক হাজার ৩২৮ ভোট (৩ দশমিক ৫৬ শতাংশ), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান ৯২৩ ভোট (২ দশমিক ৪৭ শতাংশ), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ২০২ ভোট (শূন্য দশমিক ৫৪ শতাংশ), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট (শূন্য দশমিক ১১ শতাংশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকতার হোসেন ৬৩ ভোট (শূন্য দশমিক ১৭ শতাংশ) এবং স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঞা ৫২ ভোট (শূন্য দশমিক ১৪ শতাংশ)।
গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। এরপর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এদিকে এই উপনির্বাচনের পাশাপাশি সোমবার দেশের ৭৮টি জায়গায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭ পৌরসভায় সাধারণ, তিনটি পৌরসভায় উপ-নির্বাচন, দুটি উপজেলায় উপ-নির্বাচন এবং ২৯টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও ৩৭টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। উপনির্বচনের মতোই সাত পৌরসভার সাধারণ নির্বাচনেো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হয় ।
বিষয়: #ঢাকা-১৭ আসনের এমপি হলেন মোহাম্মদ এ আরাফাত