শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
শুক্রবার ● ২১ জুলাই ২০২৩
প্রচ্ছদ » গণমাধ্যম » দেশের প্রথম এআই সংবাদ উপস্থাপক ‘অপরাজিতা’
প্রচ্ছদ » গণমাধ্যম » দেশের প্রথম এআই সংবাদ উপস্থাপক ‘অপরাজিতা’
৩৮৭ বার পঠিত
শুক্রবার ● ২১ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের প্রথম এআই সংবাদ উপস্থাপক ‘অপরাজিতা’

---

স্বদেশভূমি ডেস্ক
সময়ের  পরিক্রমায় উন্নত হচ্ছে দেশের প্রযুক্তি। আসছে নিত্য নতুন সব উদ্ভাবন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের টিভি মিডিয়ায় প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংবাদ উপস্থাপকের আবির্ভাব হয়েছে। তার নাম অপরাজিতা।
বুধবার ১৯ জুলাই, সন্ধ্যা ৭টার বুলেটিনে ঢাকার বেসরকারি টিভি নেটওয়ার্ক চ্যানেল টোয়েন্টিফোরের পর্দায় অপরাজিতাকে দেখা যায়। ওই বুলেটিনের একটি পর্যায়ে যুক্ত হয়ে সংবাদ উপস্থাপন করে অপরাজিতা।
অপরাজিতাই হলেন দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক। যেখানে তিনি সংবাদ ও অনুষ্ঠান নিয়ে যুক্ত হন। তবে চ্যানেল টোয়েন্টিফোরের পক্ষ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উপস্থাপক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তির বিশদ  বিবরণ প্রকাশ করা হয়নি।
চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র নিউজ এডিটর আব্দুল কাইউম তুহিন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বুধবার আমাদের প্রাইম-টাইম নিউজ বুলেটিনে অপরাজিতা নামের একজন কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপকের একটি ডেমো চালানো হয়েছে। তিনি আমাদের প্রযুক্তিভিত্তিক একটি প্রোগ্রাম উপস্থাপনা করবেন। এ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত আমরা দর্শকদের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি।’

---
গত কয়েক বছর ধরেই প্রযুক্তি দুনিয়ায় দাপট দেখাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামীতে কৃত্রিম মেধা ব্যবহার করে কোন কোন ক্ষেত্রে বিপ্লব আসবে, তা নিয়েও চলছে আলোচনা।
সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ। গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। সেই সংবাদ পাঠকের নাম ছিল লিসা। যা নিয়ে ভারত-বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে যায়।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকাকে দিয়ে সংবাদ উপস্থাপন করল দেশের বেসরকারি টেলিভিশন চ্যানলে “চ্যানেল ২৪”।



বিষয়: #



আর্কাইভ