শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » সংসদ নির্বাচনে এবার ভোটকেন্দ্র ২ হাজারের বেশি
প্রচ্ছদ » জাতীয় » সংসদ নির্বাচনে এবার ভোটকেন্দ্র ২ হাজারের বেশি
১৫৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদ নির্বাচনে এবার ভোটকেন্দ্র ২ হাজারের বেশি

---

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ৪২ হাজার ৫শ’র বেশি ভোট কেন্দ্র থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই সংখ্যা বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ২ হাজার ২০০টির বেশি বলে জানানো হয়। এর আগে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিলো ৪০ হাজার ১৮৩টি । বুধবার (১৬ আগস্ট) নির্বাচন কমিশনের ভোটকেন্দ্রের খসড়া তালিকায় এসব তথ্য পাওয়া যায়।

ইসি কর্মকর্তারা জানায়, স্থানীয় পর্যায় দাবি-আপত্তির জন্য খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। যা নির্বাচন কমিশন সচিবালয় থেকে কেন্দ্রীয়ভাবে সমন্বয় করা হয়েছে। ভোটার সংখ্যা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা স্থানীয় ব্যক্তিবর্গের চাহিদার প্রেক্ষিতে ভোট কেন্দ্র বাড়ছে। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে এই সংখ্যা আরো কম-বেশি হতে পারে।

জানা গেছে, একাদশের ৪০ হাজার ১৮৩টি কেন্দ্র থেকে বেড়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৪০০টির মত হতে পারে। একাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটকেন্দ্র বাড়ছে দুই হাজারের বেশি। আর গত নির্বাচনের সময়কার লাখ হাজার ৩৯৯ ভোট কক্ষ থেকে বেড়ে দুই লাখ ৬১ হাজার ৫০০ হতে পারে। এক্ষেত্রে কেন্দ্র বাড়ছে ২৬ শতাংশ। তবে ইসির চূড়ান্ত হিসেবে কিছু কম-বেশি হতে পারে। 

কর্মকর্তারা জানান, ইসির ১০টি অঞ্চলের মধ্যে এবার কুমিল্লা অঞ্চলে কেন্দ্র বাড়ছে বেশি। অঞ্চলে ১০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। অঞ্চলে একাদশের হাজার ২৯৪টি কেন্দ্র থেকে বেড়ে হাজার ৭০০টির মত কেন্দ্র। সব চেয়ে কম বাড়ছে সিলেট অঞ্চলে। সেখানে একাদশের দুই হাজার ৮০৫টি কেন্দ্র থেকে বেড়ে দুই হাজার ৮০০ হচ্ছে।

প্রকাশিত খসড়া কেন্দ্রের ওপর দাবি-আপত্তির নেওয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট। এসব দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর এবং খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে ১৭ সেপ্টেম্বর।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হওয়ার পর আইন-বিধি অনুযায়ী ভোটের অন্তত ২৫ দিন আগে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পরও সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পর কোনো ভোটকেন্দ্র প্রতিদ্বন্দ্বি প্রার্থীর অধীনে বা নিয়ন্ত্রণে থাকলে তা সরেজমিন যাচাই করে রিটার্নিং অফিসার জরুরি ভিত্তিতে কমিশনকে জানাবেন। তখন বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে।

সবশেষ একাদশ সংসদ নির্বাচনে ১০ কোটি ৪০ লাখেরও বেশি ভোটারের ৪০ হাজার ১৮৩টি ভোটকেন্দ্র ছিল, তাতে লাখ হাজার ৩১৯ ভোট কক্ষ ছিল।দশম সংসদ নির্বাচনে কোটি ১৯ লাখ ভোটারের জন্য কেন্দ্র ছিল ৩৭,৭০৭টি (ভোটকক্ষ ,৮৯,০৭৮টি) নবম সংসদ নির্বাচনে কোটি ১০ লাখ ভোটারের জন্য কেন্দ্র ছিল ৩৫,২৬৩টি (ভোট কক্ষ ,৭৭,২৭৭টি)



বিষয়: #



আর্কাইভ