শিরোনাম:
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
Swadeshvumi
রবিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » ভোট কেন্দ্র নিয়ে ইসিতে ৮৫৯টি দাবি-আপত্তি
প্রচ্ছদ » জাতীয় » ভোট কেন্দ্র নিয়ে ইসিতে ৮৫৯টি দাবি-আপত্তি
২২৩ বার পঠিত
রবিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোট কেন্দ্র নিয়ে ইসিতে ৮৫৯টি দাবি-আপত্তি

---

# সবচেয়ে বেশি আপত্তি কুমিল্লায়, কম সিলেটে

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে প্রকাশিত খসড়া ভোট কেন্দ্রের ওপর সারাদেশ থেকে মোট ৮৫৯টি দাবি-আপত্তির আবেদন ইসিতে জমা পড়েছে। গত বৃহস্পতিবার খসড়া ভোট কেন্দ্র নিয়ে দাবি-আপত্তির সময় শেষ হয়।

দুই সপ্তাহ আগে সারাদেশে সংসদ নির্বাচনের সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই তালিকায় ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্র নির্ধারিত হয়। ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুতির বিষয়ে নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি এবার খসড়া তালিকা প্রণয়নের সময় ডিসি-এসপি ও শিক্ষা কর্মকর্তাদের সম্পৃক্ত করা হয়।

ইসি সচিবালয়ের নির্বাচন সমন্বয় ও সহায়তা শাখার কর্মকর্তারা জানান, দাবিআপত্তি দেওয়ার নির্ধারিত সময়ে ৮৫৯ দাবিআপত্তি জমা হয়। প্রকাশিত খসড়ার উপর দাবি-আপত্তি নেওয়ার শেষ তারিখ ৩১ আগস্ট; দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর এবং খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে ১৭ সেপ্টেম্বর। মাঠপর্যায়ের কমিটিকে নীতিমালা অনুসরণ করে ২৪ সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে তা ইসি সচিবালয়ে পাঠাতে হবে।

ইসির ১০ আঞ্চলিক নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দাবিআপত্তি জমা পড়েছে কুমিল্লা অঞ্চলে, ১৯৮টি। আর সবচেয়ে কম দাবিআপত্তি এসেছে সিলেট অঞ্চলে, ৪৫টি। এছাড়া, ময়মনসিংহ অঞ্চলে ১২৪টি, ঢাকা অঞ্চলে ১১৫টি, রংপুর অঞ্চলে ৭৬টি, রাজশাহী অঞ্চলে ৭৬টি, খুলনা অঞ্চলে ৬২টি, বরিশাল অঞ্চলে ৬২টি, ফরিদপুর অঞ্চলে ৪৭টি এবং চট্টগ্রাম অঞ্চলে ৫৪টি দাবিআপত্তি জমা পড়েছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হওয়ার পর আইন-বিধি অনুযায়ী ভোটের অন্তত ২৫ দিন আগে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশ এবং সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পরও যদি কোনো ভোটকেন্দ্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অধীনে বা নিয়ন্ত্রণে থাকে তবে তা সরেজমিন যাচাই করবে রিটার্নিং কর্মকর্তা। একইসঙ্গে জরুরি ভিত্তিতে কমিশনকে জানাবেন। তখন বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।



বিষয়: #



আর্কাইভ