শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
শুক্রবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » জামালপুরের নতুন ডিসি শফিউর রহমান
প্রচ্ছদ » জাতীয় » জামালপুরের নতুন ডিসি শফিউর রহমান
২০৮ বার পঠিত
শুক্রবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জামালপুরের নতুন ডিসি শফিউর রহমান

জামালপুরের নতুন জেলা প্রশাসক মো. শফিউর রহমান

# সরকারের পক্ষে বক্তব্য দেওয়ার জেরে সাবেক ডিসি ইমরান প্রত্যাহার

জেলা প্রতিনিধি       

জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদকে বদলি করা হয়েছে। একইসঙ্গে জামালপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (উপসচিব) মো. শফিউর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে ফের ক্ষমতায় দেখতে চেয়ে বক্তব্য দেওয়ায় দেওয়ানগঞ্জের ওসির পর ডিসিকেও সরিয়ে নেয়া হলো। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. ইমরান আহমেদ চলতি বছরের ২৩ জুলাই জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। ১১ সেপ্টেম্বর বিকেলে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের উপস্থিতিতে তিনি বক্তব্য দেন।

সাবেক জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ

এতে জেলা প্রশাসক বলেন, ‘যে সরকার এ উন্নয়ন করেছে, তা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে পুনরায় নির্বাচিত করে আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অসহযোগিতা করবেন না।’

এ বক্তব্যের ভিডিও পরদিন ১২ সেপ্টেম্বর সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। নির্বাচন কমিশন থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে পত্র দেওয়া হলে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভার এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে প্রকাশ্যে ভোট চান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। একইসঙ্গে আওয়ামী লীগকে নিজের দল হিসেবে দাবি করেন তিনি। ওসির সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ২৫ আগস্ট তাকেও জামালপুর পুলিশ লাইনসে পাঠানো হয়।



বিষয়: #



আর্কাইভ