শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
Swadeshvumi
শনিবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » সংসদের ২৪তম অধিবেশনে ১৮ বিল পাস
প্রচ্ছদ » জাতীয় » সংসদের ২৪তম অধিবেশনে ১৮ বিল পাস
১৭৯ বার পঠিত
শনিবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদের ২৪তম অধিবেশনে ১৮ বিল পাস

---

গুরুত্বপূর্ণ ও আলোচিত বিল

# সাইবার সিকিউরিটি বিল-২০২৩

# জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল-২০২৩

#  শেষ অধিবেশন বসবে অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শেষ হয়েছে । বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাষ্ট্রপতির নির্দেশে অধিবেশনের সমাপ্তির ঘোষণা করেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। ২৪তম এই অধিবেশন শুরু হয় গত সেপ্টেম্বর, চলে টানা কার্যদিবস। অধিবেশনের প্রথম কার্যদিবস শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে মুলতবি করা হয়।

এই অধিবেশনে সরকারি-বেসরকারি মিলে বিল আসে ২৯টি। গত ৪ সেপ্টেম্বর পাস হয় ২টি বিল, ৫ তারিখ ২টি বিল, ৯ তারিখ ২টি, ১০ তারিখ ২টি, ১১ তারিখ ২টি, ১২ তারিখ ৩টি, ১৩ তারিখ ৩টি এবং শেষের দিন ১৪ সেপ্টেম্বর ২টি বিল পাস হয়। সব মিলিয়ে ৮ দিনে ১৮টি বিল পাস হয়।

সংসদে উত্থাপিত মব বিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত বিল ছিলোসাইবার সিকিউরিটি বিল-২০২৩সংসদে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল-২০২৩। এ দুটি বিলও বুধবার (১৩ সেপ্টেম্বের) অধিবেশনে পাস করা হয়। এই অধিবেশনে ১৭টি বিল কমিটিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। আরও ৫টি বিল পাসের অপেক্ষায়; যা আগামীতে যে অধিবেশন বসবে সেখানে পাস করার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও সংসদের ২৪তম অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ২৩টি নোটিশ পাওয়া যায়। সময় স্বল্পতার কারণে সেই নোটিশগুলোর কোনটি গৃহীত বা আলোচিত হয়নি।

মাননীয় প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ২৫টি প্রশ্ন পাওয়া যায়, তারমধ্যে তিনি ১১টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট ৭৩৯টি প্রশ্নের  মধ্যে মাননীয় মন্ত্রীগণ ৫২৬টি প্রশ্নের জবাব দেন।

অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, অক্টোবর মাসে এই সংসদের আরেকটা অধিবেশন বসবে। আরও সেটাই হবে আমাদের সরকারের চলতি মেয়াদের চলতি সংসদের শেষ অধিবেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবারের অধিবেশন। এই অধিবেশনে ৩০টি স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপিত হয়। স্থায়ী কমিটির বিলের ১৭টি রিপোর্ট উত্থাপন হয়েছে। এছাড়া ৩টি কমিটি পুনর্গঠন করা হয়।

আসছে ২৫তম অধিবেশনের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যদি জনগণ আমাদের আবার ভোট দেয়, আবার এদিকে (সরকারি দলের আসনে) আসবো। না দিলে ওই দিকে (বিরোধী দলের আসনে) বসবো। কোন অসুবিধা নেই। জনগণের ওপরই আমরা সেটা ছেড়ে দিচ্ছি।

সমাপনী বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির কারণে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। আমাদের মাতৃভূমিকে এমনভাবে গড়ে তুলি যেন ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল ভোগ করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সাল নাগাদ উচ্চ অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সংসদ সদস্যরা অগ্রণী ভূমিকা রেখে চলেছেন এবং সেটি অব্যাহত থাকবে।

===



বিষয়: #



আর্কাইভ