শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদ » বিনোদন » প্রয়াত সদস্যের স্মরণানুষ্ঠান করছে পালাকার
প্রয়াত সদস্যের স্মরণানুষ্ঠান করছে পালাকার
# সুদত্ত চক্রবর্তী পবনের স্মৃতিচারণ
নিজস্ব প্রতিবেদক
গানে গানে আর কথামালায় প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য সুদত্ত চক্রবর্তী পবনকে স্মরণের উদ্যোগ নিয়েছে ঢাকার নাট্যদল পালাকার। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আজ (২৩ সেপ্টেম্বর ২০২৩) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমি’র স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এই স্মরণানুষ্ঠান।
পালাকারের প্রতিষ্ঠাতা সদস্য সুদত্ত চক্রবর্তী পবন অকাল প্রয়াণ ঘটে গত ৭ সেপ্টেম্বর। তিনি ছিলেন একাধারে অভিনেতা, সুরকার, সংগঠক। বাণিজ্য নগরী চট্টগ্রামে তার বেড়ে ওঠা। নাট্যচর্চাও শুরু করেন সেখানে। এছাড়া চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন নাট্যদলের নাট্য প্রযোজনায় সংগীত সংযোগ এবং সুরারোপের কাজ সফলভাবে করেছেন।
পালাকার তার প্রতিষ্ঠাতা সদস্য পবনের কর্ম ও জীবনের স্মৃতি নিয়ে ‘পবন স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটি সুদত্ত চক্রবর্তী পবনের স্মৃতিকথা, সুরারোপিত গান, নাট্যসহযাত্রী ও বন্ধুদের স্মৃতিচারণ নিয়ে সাজানো হয়েছে।
স্মরণানুষ্ঠানে পালাকার তার দলের সকল নাট্যকর্মী, সুদত্ত চক্রবর্তী পবনের বন্ধু ও স্বজনদের উক্ত স্মরণানুষ্ঠানে অংশ নিতে আহ্বান জানিয়েছে।
বিষয়: #প্রয়াত সদস্যের স্মরণানুষ্ঠান করছে পালাকার