শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
Swadeshvumi
বুধবার ● ১১ অক্টোবর ২০২৩
প্রচ্ছদ » আন্তর্জাতিক » স্পিকার’স সামিটে যোগ দিতে নয়াদিল্লিতে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল
প্রচ্ছদ » আন্তর্জাতিক » স্পিকার’স সামিটে যোগ দিতে নয়াদিল্লিতে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল
২৬৭ বার পঠিত
বুধবার ● ১১ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্পিকার’স সামিটে যোগ দিতে নয়াদিল্লিতে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল

---

নিজস্ব প্রতিবেদক

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম G20 পার্লামেন্টারি স্পিকার’স সামিট (পি২০) শীর্ষক সম্মেলন। আগামী ১২ থেকে ১৪ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয়  ওই সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে ভারতের নয়াদিল্লির উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করেন।

সম্মেলনে অংশগ্রহণের জন্য সংসদীয় ওই প্রতিনিধিদলে রয়েছেন- জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম.এ কামাল বিল্লাহ, যুগ্ম-সচিব মো. তারিক মাহমুদ ও উপ-সচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। স্পিকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পিকারের সম্মেলনে সফরসঙ্গী হয়েছেন।

উল্লেখ্য, ভারত সফর শেষে স্পিকার ও তার সফরসঙ্গীরা আগামী ১৬-২০ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় ‘দ্য ২০২৩ ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম’- শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন।

ভ্রমণ শেষে সফরসঙ্গীদের নিয়ে স্পিকারের আগামী ২১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।



বিষয়: #



আর্কাইভ