শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » পার্বত্যাঞ্চলে ভোটের সরঞ্জাম পৌঁছাতে হেলিকপ্টার চেয়েছে ইসি কর্মকর্তারা
প্রচ্ছদ » জাতীয় » পার্বত্যাঞ্চলে ভোটের সরঞ্জাম পৌঁছাতে হেলিকপ্টার চেয়েছে ইসি কর্মকর্তারা
১২৬ বার পঠিত
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্যাঞ্চলে ভোটের সরঞ্জাম পৌঁছাতে হেলিকপ্টার চেয়েছে ইসি কর্মকর্তারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 

---

# তিন পার্বত্য জেলার ৩৩ কেন্দ্রের জন্য দরকার হেলিকপ্টার
নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের পার্বত্যাঞ্চলের (খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি) তিন জেলায় ভোটের প্রয়োজনীয় উপকরণ পৌঁছাতে হেলিকপ্টার চেয়েছেন নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। এসব জেলার অন্তত ৩৩টি কেন্দ্রে নির্বাচনী উপকরণ পাঠানো এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেওয়ার জন্য এই হেলিকপ্টার প্রয়োজন বলে জানিয়েছে স্থানীয় নির্বাচন অফিস।
গতকাল সোমবার (৬ নভেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। সম্প্রতি ইসি’র উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তিন পার্বত্য জেলার কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয় নির্বাচনী কাজের জন্য কতটি হেলিকপ্টার প্রয়োজন।
পরবর্তীতে তিন জেলার নির্বাচন অফিসাররা জানায়, ভোটের মালামাল পাঠাতে তিন পার্বত্য জেলার অন্তত ৩৩ কেন্দ্রের জন্য হেলিকপ্টার প্রয়োজন। এর মধ্যে রয়েছে- খাগড়াছড়ি জেলায় ৩টি, বান্দরবান জেলায় ১২টি এবং রাঙ্গামাটি জেলায় ১৮টি ভোট কেন্দ্র। ফলে জাতীয় নির্বাচনের আগেই পার্বত্য জেলার এসব কেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠানো ও ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেওয়ার জন্য হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
এর আগেও পার্বত্য অঞ্চলের দুর্গম ভোটকেন্দ্রে যাতায়াত ও ভোটের উপকরণ পাঠাতে বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করেছে ইসি। এবারও তাই করা হবে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য তফসিল ঘোষণা এবং ভোট অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহেই এই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে বলে রবিবার (৫ নভেম্বর) খবরের কাগজকে জানান নির্বাচন কমিশনার আহসান হাবিব। আর ডিসেম্বর শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ ভোটের তারিখ নির্ধারণ করা হতে পারে বলেও জানান তিনি।
তফসিল ঘোষণার আগে আগামী ৯ নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ওই দিন দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে তাদের দেখা করার কথা রয়েছে। এদিকে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসি’র নির্বাচনি ম্যানুয়াল তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে।
এরই মধ্যে আসনভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি’র চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, সারাদেশে এবার মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। তার মধ্যে নতুন ভোটার রয়েছে ৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ আর নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।



বিষয়: #



আর্কাইভ