মঙ্গলবার ● ৬ আগস্ট ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » ক্ষতবিক্ষত সংসদ ভবন, আজও উৎসুক জনতার ভিড়
ক্ষতবিক্ষত সংসদ ভবন, আজও উৎসুক জনতার ভিড়
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ মঙ্গলবার (৬ আগস্ট ২০২৪) ভোর থেকেই সংসদ ভবন এলাকায় ছিলো উৎসুক জনতার ভিড়। গেট দিয়ে প্রবেশ করা ছাড়াও সংসদ এলাকার বিভিন্ন বাউন্ডারির শিক ভেঙেও ভেতরে প্রবেশ করে উল্লাস ও উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। একই সঙ্গে সোমবারের মতোই ঘটে লুটপাট ও ভাঙচুর। তবে তাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।
সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবন স্থান ঘুরে দেখা যায়, সড়কের মুখে থাকা ভিআইপি সাইনবোর্ডের লেখাগুলো কালি দিয়ে মুছে ফেলা হয়েছে। এই সড়কটি মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের সংসদে প্রবেশের পথ। সংসদের মূল ভবনের প্রতিটি স্থানে রয়েছে ক্ষতবিক্ষতের ছাপ। দক্ষিণ দিকের গেটটি খোলা থাকায় সেদিক দিয়েই বেশি মানুষ ভেতরে প্রবেশ করে। তারা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক জনতা। স্কুল পোশাকে কিছু শিক্ষার্থীকেও দেখা যায় সংসদ ভবন প্রাঙ্গণে ঘুরে বেড়াতে। সেখানে কেউ ছবি তুলছেন, আবার কেউ ভিডিও করছেন। ভবনের উত্তর দিকের বিজয় সরণির পাশের লেকে কয়েকজনকে গোসল করতেও দেখা যায়। সংসদ এলাকার প্রতিটি গেটে সেনা সদস্যদের দেখা গেলেও কাউকে ভেতরে প্রবেশে তারা বাধা দেননি। তবে মূল ভবনের দরজা বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি কেউ।
স্ত্রী-সন্তানকে নিয়ে বাইকে করে বেড়াতে আসা একজন জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘গতকাল টিভিতে দেখছি সংসদ ভবনের ভেতরে মানুষ। কিন্তু মারামারি হয় কি না- এই ভয়ে আসি নাই। পরে মনে মনে আফসোস হইছে। এজন্যই আজকে সকাল সকাল আসছি। এসব জায়গায় তো অন্য সময় আসতে পারুম না। আজকে গণভবনের ভেতরেও গেছিলাম। সংসদ ভবনও দেখলাম। তবে মুল গেটে তালা থাকায় ভবনের ভেতরে যাইতে পারলাম না’। আলাপচারিতার সময় অদূরে থাকা একজনকে মোবাইল ফোনে তিনি বলছিলেন, ‘তাড়াতাড়ি আয় ব্যাটা, অহনও খোলা আছে। ঢুকতে পারবি’।
ভবনের ভবনের সামনের অংশ, লেকের পাশ ও বাইরের আশপাশের খোলা প্রাঙ্গণে ঘুরেই মনের ইচ্ছা পূরণ করেন। তাদের অনেককে লেকের পাশে বসে এবং ভবনের গা ঘেঁষে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়। এছাড়া গণভবনের পাশের রোড দিয়ে সংসদ ভবনে প্রবেশের ভিআইপি সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল নিয়েও অনেকে সংসদ প্রাঙ্গণে প্রবেশ করেছে। স্ত্রী-সন্তানকে নিয়ে মনের আনন্দে ঘুরতে দেখা গেছে অনেককে।
এরআগে সোমবার (৫ আগস্ট) দুপুরে শেখ হাসিনার পদত্যাগের খবরে সংসদ ভবনে ঢুকে পড়ে হাজারও মানুষ। সেইসময় থেকেই নিরপত্তাহীন সংসদ ভবন। আর সেই সুযোগে উৎসুক জনতা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবনের বিভিন্ন স্থানে ঢুকে পড়ে। যে যেভাবে পারে ঘোরাঘুরি করে আর ছবি তুলে উল্লাস প্রকাশ করে। সেসময় সংসদ ভবনের ভেতর অধিবেশন কক্ষে ঢুকে পড়া অনেক দুর্বৃত্তরা তাণ্ডব চালিয়ে চেয়ার-টেবিলসহ সবকিছু তছনছ করে। সেখানকার গুরুত্বপূর্ণ নথি এবং আসবাবপত্র নষ্ট করে। ভবনের জানালার গ্লাসগুলোও ভেঙে ফেলা হয়। ভাঙচুরের পাশাপাশি ভবনের বিভিন্ন স্থান থেকে নানা জিনিস লুট করে নিয়ে যায় সুযোগসন্ধানীরা।
অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূলগেট গতকাল ছিলো তালাবদ্ধ। সেখানকার মূল গেটের বাইরে ও ভেতরে পাহারায় ছিলেন সেনা সদস্যরা। ফলে কোন লোক ভেতরে প্রবেশ করতে পারেনি। তবে কিছু লোককে দেখা গেছে সেনা সদস্যদের অনুরোধ করে মূল গেটে দাঁড়িয়ে ছবি তুলতে। আর গেটের ভেতরে খোলা জায়গায় সোফা-সেটসহ বিভিন্ন মালামাল পড়ে রয়েছে খোলা জায়গায়।
বিষয়: ## উৎসুক জনতার ভিড় ## সংসদ ভবন