শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
Swadeshvumi
শুক্রবার ● ১৬ আগস্ট ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রচ্ছদ » জাতীয় » গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৭৯ বার পঠিত
শুক্রবার ● ১৬ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

---

নিজস্ব প্রতিবেদক

গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। গতকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের আরও চার উপদেষ্টার শপথ উপলক্ষে বঙ্গভবনে প্রবেশের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান

এর আগে বঙ্গভবন ও রাজউকের সামনের অংশে জড়ো হয়ে বৈষম্যের বিরুদ্ধে গ্রাম পুলিশের সদস্যরা স্লোগান দিতে থাকেন। তিনি গ্রাম পুলিশের সামনে এসে তাদের দাবি-দাওয়ার সব কাগজপত্র নেন। পরে গ্রাম পুলিশের কয়েকজন সদস্য তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি আপনাদের বক্তব্য শুনলাম, আপনাদের লিখিত বক্তব্যগুলো নিয়ে গেলাম। রোববার অফিসের প্রথম দিকেই আপনাদের বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করব। প্রয়োজনে আপনারাও আসতে পারেন। সংশ্লিষ্ট সচিবসহ সবাইকে নিয়ে বসে আমরা আলাপ-আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখবো। সম্ভব হলে সবটুকু বাস্তবায়ন করব’

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি বলছি না, বসার পর দিনেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এতটুকু বলতে পারি, আপনাদের সমস্যাগুলো নিয়ে কাজ করব। সর্বোচ্চ করার চেষ্টা করব। আপনারা এখন রাস্তা ছেড়ে চলে যান’ স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে গ্রাম পুলিশের সদস্যরা সড়ক ছেড়ে চলে যান।

স্বরাষ্ট্র উপদেষ্টা



বিষয়: #



আর্কাইভ