শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১
Swadeshvumi
রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রচ্ছদ » অর্থনীতি » হোল্ড নেটওয়ার্কিং এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রচ্ছদ » অর্থনীতি » হোল্ড নেটওয়ার্কিং এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
২৩ বার পঠিত
রবিবার ● ৯ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হোল্ড নেটওয়ার্কিং এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

---

 

নিজস্ব প্রতিবেদক

 

প্রফেশনালদের জন্য লার্নিং ও নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হোল্ড (HOLD, House of Learning & Development) প্রথমবারের মতো আয়োজন করলো HOLD নেটওয়ার্কিং ইফতার মাহফিল ১.০। গত শুক্রবার রাজধানীর বাংলামোটরে অবস্থিত ম্যানেজমেন্ট FBS ক্লাব লিমিটেড-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই আয়োজন দেশের শীর্ষ পেশাদার ও কর্পোরেট ব্যক্তিত্বদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। 

HOLD একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে যুক্তরাজ্য, সৌদি আরব, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের পেশাদার ও ম্যানেজাররা লার্নিং ও ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন।

ইফতারের পাশাপাশি  “ক্যারিয়ার গ্রোথে নেটওয়ার্কিং-এর ভূমিকা” ও “লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (L&D)-এর ক্যারিয়ার উন্নয়নে প্রভাব” বিষয়ক দুইটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানটির উপস্থাপনাসহ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন HOLD এর ফাউন্ডার নূর-ই-আলম ফয়সল। তিনি এই আয়োজনের সফল বাস্তবায়নে অংশ নেওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে এই প্ল্যাটফর্ম টির সাথে সবাইকে থেকে বাংলাদেশের লারনিং এন্ড ডেভেলপমেন্টকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।,

অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং নেটওয়ার্ক তৈরির কৌশল ও লার্নিং ডেভেলপমেন্টের গুরুত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। ইভেন্টে উপস্থিত সকলে এই আয়োজনের প্রশংসা করেন এবং HOLD-এর ভবিষ্যৎ কার্যক্রমে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিএসএইচআরএমের প্রেসিডেন্ট মাশেকুর রহমান খান, এইচ আর ক্লাবের প্রেসিডেন্ট নজরুল ইসলাম আপন, মাই উইন্ডোর সিইও আসীম মন্ডল, চারদিকে’র সিইও সরওয়ার কামাল, জ্যানেক্স হেলথ এর হেড অফ সেলস মনজুরুল আলম, রবি এক্সিয়াটার সিনিয়র মহাব্যবস্থাপক রেদওয়ানুল হক, ব্যুরু ভেরিতাসের রিজিওনাল এইচ আর ম্যানাজার সাকিব সারোয়ার, টিম গ্রুপের হেড অব সাস্ট্যাইনিবিলিটি মনোয়ার হোসেন, যমুনা গ্রুপের মহাব্যবস্থাপক নূর ই সাইফুল্লাহ সহ প্রায় শতাধিক করপোরেট প্রফেশনাল উপস্থিত ছিলেন। 

 



বিষয়: #



আর্কাইভ