মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০২২
প্রচ্ছদ » খেলাধুলা » ধারণা ছিল মেয়েরা ২০২৪ সালে সাফ জিতবে: কাজী সালাউদ্দিন
ধারণা ছিল মেয়েরা ২০২৪ সালে সাফ জিতবে: কাজী সালাউদ্দিন
বাংলাদেশের প্রথম সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের পর সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সভাপতি হওয়ার পাশাপাশি কাজী সালাউদ্দিন সাফেরও সভাপতি। অথচ শিরোপা মঞ্চে ছিলেন না তিনি! যার ব্যাখ্যা দিয়েছেন সংবাদ সম্মেলনে।
মঙ্গলবার এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি বড়লোক হলে বিমান চালিয়ে সেখানে চলে যেতাম। তবে আমি ট্রফি দিলাম কী দিলাম না সেটা বড় বিষয় নয়। মেয়েরা জিতেছে, সেটাই বড় বিষয়।’
এসময় এক প্রশ্নের জবাবে পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি, ‘আমি ক্রীড়া মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ে বলেছি বাজেটের জন্য। যাতে মেয়েরা ফিফা উইন্ডোতে খেলতে পারে। আশা করছি এই বছর ফান্ডিং পেয়ে যাবো।’
সংবাদ সম্মেলনের প্রথম দিকে মেয়েদের সাফ জয় নিয়ে কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আমার ধারণা ছিল মেয়েরা ২০২৪ সালে জিতবে। তখন তাদের বয়স ২২, ২৪ হবে। কিন্তু তারা দুই বছর আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে।’
শুরুতে তিনি সরকারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। ফাইনালে উপস্থিত না থাকার কারণ হিসেবে বলেন, ‘আমি গেলে ভালো হতে পারে, খারাপও হতে পারে। বাড়তি চাপ হতে পারে ভেবে ফাইনালে যাইনি।’
কাল দেশে ফিরবে মেয়েরা। কাজী সালাউদ্দিন জানিয়েছেন, তিনি সাফ জয়ীদের বরণ করবেন বাফুফে ভবনে। যাতে বিমানবন্দরে মেয়েরা পূর্ণ মনোযোগটা পায়। বিমানবন্দরে বাফুফে প্রতিনিধি দলের পাশাপাশি ক্রীড়া প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের লোকেরা যাবেন।