সোমবার ● ৭ নভেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » রংপুর সিটি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা
রংপুর সিটি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা
# ভোটগ্রহণ করা হবে ২৭ ডিসেম্বর
# মনোনয়ন দাখিলের শেষদিন ২৯ নভেম্বর
বিশেষ প্রতিনিধি
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। রংপুর সিটিতে ভোট হবে আগামী ২৭ ডিসেম্বর; যা কমিশন আগেই জানিয়েছিলো। গতকাল সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই রংপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।
ইসি সচিব জানান, রংপুর সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রার্থীদের প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ২৭ ডিসেম্বর। ওইদিন ভোটগ্রহণ করা হবে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। সব কেন্দ্রে ভোট নেয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আব্দুল বাতেন।
সর্বশেষ ২০১৭ সালের ২১ ডিসেম্বর এই সিটিতে নির্বাচন হয়েছিল। নির্বাচিত সেই করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। যেহেতু কোন সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর, তাই এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।
সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোন সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। এক্ষেত্রে এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট।
এদিকে ওই ২৯ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে ৫টি পৌর নির্বাচনেরও তফসিল ঘোষণা করেছে ইসি। পৌরসভাগুলো হচ্ছে- রাজশীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া। তফসিল অনুযায়ী পৌরসভাগুলোর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ে ১ ডিসেম্বর, প্রার্থিতা যাচাই-বাছাই ৩ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
একই তফসিলে ৪৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং ১৮টি ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট ব্যালটে গ্রহণ করা হবে।
রংপুর সিটিতে নির্বাচনি আমেজ
এদিকে গত ৩ নভেম্বর ইসি’র রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই শহরজুড়ে চলছে সম্ভাব্য প্রার্থীদের সরগরম প্রচারণা। গতকাল নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করায় তাতে যোগ হয়েছে নতুন মাত্রা। ভোর থেকে রাত পর্যন্ত মিছিল, স্লোগান আর শোডাউনে ব্যস্ত দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নেতাকর্মী ও সমর্থকরা।
প্রচার-প্রচারণাসহ চলছে সভা-সমাবেশ। সম্ভাব্য প্রার্থীরা নগরজুড়ে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, পোস্টার ও স্টিকার লাগিয়ে নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন। হাট-বাজার ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। এছাড়া খেলাধুলা, পারিবারিক, সামাজিক ও ধর্মীয়সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কেউ কেউ। প্রতিদিন সন্ধ্যা হলেই পাড়া-মহল্লায় খণ্ড খণ্ড মিছিলও করছেন প্রার্থীদের সমর্থকরা।
এবার কারা হচ্ছেন মেয়র প্রার্থী- তা নিয়ে চলছে ব্যাপক আলাপ-আলোচনা। এখন পর্যন্ত প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, ইসলামী আন্দোলন, জাসদ, বাসদসহ বিভিন্ন দলের প্রায় এক ডজন নেতা।
পৌরসভা থেকে ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠিত হয় ২০১২ সালের ২৮ জুন। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ওই বছরের ২০ ডিসেম্বর। এতে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝণ্টু প্রথম নগরপিতা নির্বাচিত হন। বর্তমানে এ সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার আছে ৪ লাখের বেশি। ২০১৭ সালের দ্বিতীয় নির্বাচনের সময় ভোটার ছিল ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন।
বিষয়: #রংপুর সিটি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা