শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৭ নভেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » পদোন্নতি পাচ্ছেন নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের কর্মকর্তারা
প্রচ্ছদ » জাতীয় » পদোন্নতি পাচ্ছেন নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের কর্মকর্তারা
৩০৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদোন্নতি পাচ্ছেন নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের কর্মকর্তারা

 ---

বিশেষ প্রতিনিধি

ভাগ্য খুলছে নির্বাচন কমিশনের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের। জেলা ও উপজেলা পর্যায়ের এসব কর্মকর্তার বেতন স্কেল আপগ্রেড করা হচ্ছে। এক্ষেত্রে ‘ক’ শ্রেণির ২৩০টি উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ নবম গ্রেড থেকে উন্নীত করে ষষ্ঠ গ্রেড করা হচ্ছে। এছাড়া বৃহত্তর ১৯টি জেলার মতো দেশের সব জেলার নির্বাচন কর্মকর্তার পদটি উন্নীত হচ্ছে পঞ্চম গ্রেডে।

গতকাল বুধবার নির্বাচন কমিশনের প্রশাসনিক সংস্কার কমিটির এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। কমিশন সভায় অনুমোদনের পর এই সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রশাসনিক সংস্কার কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সুপারিশের বিষয়ে আনিছুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, বর্তমানে ১৯টি বড় জেলায় উপ-সচিব পদমর্যাদার পঞ্চম গ্রেডের কর্মকর্তা আছেন। বাকি ৪৫টি জেলায় আছেন ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা। এতে বদলিসহ নানা ধরনের বিপত্তি হয়। এজন্য আমরা ১৯টির মতো বাকি ৪৫টি জেলায় পঞ্চম গ্রেডের পদ সৃষ্টির সুপারিশ করেছি; যাতে সব জায়গায় একই গ্রেডের কর্মকর্তা থাকেন। এটা করতে গেলে সরকারের অতিরিক্ত কোন অর্থ ব্যয় একেবারেই থাকবে না। কেবল তাদের গ্রেডটি পরিবর্তন হবে।

উপজেলা কর্মকর্তাদের পদ আপগ্রেড করা প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা ও থানা (বিভাগীয় শহরে) মিলে ৫২২টি পদ রয়েছে। বর্তমানে উপজেলার পদটি নবম গ্রেডের। আমরা ২৩০টি ‘ক’ শ্রেণির উপজেলার পদ ষষ্ঠ গ্রেডে করার সুপারিশ করেছি। এক্ষেত্রে কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ হবে। আর এই ক্ষেত্রে আর্থিক ব্যয় নেই বললেও চলে। কারণ, কর্মরত সব কর্মকর্তাই ইতোমধ্যে ষষ্ঠ গ্রেডের বেশি বেতন স্কেল পাচ্ছেন।

পদ আপগ্রেডের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, উপজেলা নির্বাচন অফিসাররা ১৬-১৭ বছর একই পদে কাজ করছেন। তাদের কেউ কেউ জেলা নির্বাচন অফিসার হয়েছে। কেউ আঞ্চলিক কর্মকর্তা হয়েছেন; যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের জন্য আমরা কিছু সুপারিশ করেছি নতুন পদ সৃষ্টির জন্য, কিছু করেছি পদ উন্নীতকরণের জন্য। একই পদে দীর্ঘদিন কাজ করলে কাজের স্পৃহা কমে যায়। তাই এ বিষয়ে কর্মকর্তাদের দাবিও ছিল। তিনি জানান, পদ আপগ্রেডের বিষয় নিয়ে তারা আগেও বৈঠক করেছিলেন। আজকের বৈঠকে এটি পরিশীলিত হয়েছে। কমিশন সভায় অনুমোদন করে পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এদিকে নবসৃষ্ট সহকারী উপজেলা নির্বাচন অফিসারের পদে প্রসঙ্গে তিনি বলেন, এ পদের কিছু সরাসরি রিক্রুট হবে। আর বেশিরভাগ হবে পদোন্নতির মাধ্যমে। সেটার নিয়োগ বিধি ছিল না, আমরা খসড়া একটি নিয়োগ বিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এরপর সেটা সচিব কমিটিতে যাবে। ওই কমিটি অনুমোদন দিলে পিএসসিতে সরাসরি নিয়োগের জন্য অনুরোধ করবো। পদোন্নতি যারা পাবে সেটা সচিবালয় করবে। তিনি জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তার শূন্যপদে পিএসসির কাছে আগেই সুপারিশ করা হয়েছে।



বিষয়: #



আর্কাইভ