শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
বুধবার ● ৭ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক আর নেই
প্রচ্ছদ » জাতীয় » বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক আর নেই
৩৮৯ বার পঠিত
বুধবার ● ৭ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক আর নেই

---

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক আর নেই। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বিষয়টি খবরটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবদুল মতিন ভূইয়া। আবদুল মতিন ভূইয়া জানান, তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাসহ শরীরের নানা জটিলতায় ভুগছিলেন। এস এ মালেকের মরদেহ রাতে বিএসএমএমইউর হিমঘরে রাখা হয়েছে।
ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরদার মাহমুদ হাসান রুবেল গণমাধ্যমকে জানিয়েছেন, আজ বুধবার বাদ জোহর কলাবাগান মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর ডা. এস এ মালেককে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে ।
জ্ঞান, প্রজ্ঞা ও মনীষায় ডা. এস এ মালেক ছিলেন অনন্য। ভবিষ্যতের গবেষকেরা যখন বাংলাদেশের ইতিহাস লিখবেন ডা. এস এ মালেক-এর নাম ইতিহাসের পাতায় তারা হয়ে জ্বলবে।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. এস এ মালেক ছিলেন বঙ্গবন্ধু রাজনৈতিক সহযোদ্ধা। তিনি পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের অন্যতম প্রভাবশালী মুজিব আদর্শের রাজনীতিবিদ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আস্থাভাজন। সাবেক এই সাংসদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাʼর প্রাক্তন উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের জৈষ্ঠ্য সদস্য এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি।
ডা. এস এ মালেক মালেক ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।



বিষয়: #



আর্কাইভ