শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
বুধবার ● ১৪ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্য জরুরি
প্রচ্ছদ » জাতীয় » স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্য জরুরি
৩১৫ বার পঠিত
বুধবার ● ১৪ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্য জরুরি

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) জতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় বক্তারা।

বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের পর পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও স্বাধীনতাবিরোধী পাকিস্তানের প্রেতাত্মার দোসরা দেশি-বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু পরিষদের নেতাসহ বিশিষ্টজনরা। ওইসব ষড়যন্ত্রকারীদের মোকাবিলা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। গতকাল মঙ্গলবার ১৩ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে জতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

আলোচনায় ব্ক্তারা বলেন, একাত্তর ও পঁচাত্তরের দোসরা দেশকে আবারও পিছিয়ে নেয়ার জন্য নানা ধরনের ধ্বংসাত্মক অপতৎপরতা অব্যাহত রেখেছে। তারা বার বার প্রধানমন্ত্রী শেখ হসিনাকে হত্যার চেষ্টা করেছে, পুনরায় তাকে হত্যার ষড়যন্ত্র করে চলেছে। তার সুযোগ্য নেতৃত্বে দেশের উন্নয়নে তারা ঈর্ষান্বিত। পাকিস্তানের প্রেতাত্মা জামায়াত-শিবিরের দোসর ওইসব ষড়যন্ত্রকারীর অপতৎপরতা দমনে মুক্তিযুদ্ধের এই প্রজন্মের সৈনিকদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সভায় বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যপক আ ব ম ফারুক, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক অজিত কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমএ সালাম (ঢাকা বিভাগ), ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল, বুদ্ধিজীবী জহির রায়হানের ছেলে অনল রায়হান এবং প্রকৌশলী রবিউল আফতাবের ছেলে আনোয়ার পাশাসহ বিশিসষ্টজনেরা বক্তব্য রাখেন।

সভাটি পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু।



বিষয়: #



আর্কাইভ