শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » দেশপ্রেমিক ও মানবিক যোদ্ধা ডা. এস এ মালেক
প্রচ্ছদ » জাতীয় » দেশপ্রেমিক ও মানবিক যোদ্ধা ডা. এস এ মালেক
২৮৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশপ্রেমিক ও মানবিক যোদ্ধা ডা. এস এ মালেক

---

-  বঙ্গবন্ধু পরিষদের স্মরণসভায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক
‘প্রয়াত ডা. এস এ মালেক ছিলেন একজন দেশপ্রেমিক ও বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ শুদ্ধিকরণের কারিগর।’ ডা. এস এ মালেক এর কর্মময় জীবন নিয়ে এক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ সায়েন্স ল্যাব শাখা এই স্মরণসভার আয়োজন করে। বুধবার বিকেল ৪টায় সায়েন্সল্যাবের চামেলী হলে এই সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা আরও বলেন, একাত্তরে মহান মুক্তিযুদ্ধসহ দেশের সকল প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডে ডা. এসে এ মালেক সক্রিয় ভূমিকা রাখেন, ছিলেন বঙ্গবন্ধুর অনুচর। সারাজীবন তাই বঙ্গবন্ধুর আদর্শে নিজের জীবনকে পরিচালিত করেছেন। নতুন প্রজন্মও যদি তার মতো বঙ্গবন্ধুর আদর্শে জীবন পরিচালিত করতে পারে তাহলে প্রয়াত ডা. এস এ মালেকের আত্মার শান্তি পাবে।

---
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ সায়েন্স ল্যাব শাখার সভাপতি ও বিআরআইসিএম- এর মহাপরিচালক ড. মালা খান। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সিইও ড. শাজাহান মাহমুদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা ও বিভিন্ন পেশার হাজারও বুদ্ধিজীবীসহ স্বাধীনতা যুদ্ধে সকলের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাইন্সল্যাব বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. স্বপন কুমার রায়।
প্রধান অথিতির ব্ক্তব্যে ড. শাহাজাহান মাহমুদ বলেন, ডা. এস এ মালেক ছিলেন সমাজ শুদ্ধিকরণের কারিগর। যে স্বপ্নকে সামনে রেখে বঙ্গবন্ধু পরিষদ প্রতিষ্ঠা করেন তা এখনো সম্পূর্ণ হয়নি। তিনি এই স্বপ্ন পূরণের জন্য বঙ্গবন্ধু পরিষদের নেতাদের প্রতি আহ্বান জানান।

সভার প্রধান বক্তা ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ১৯৭১ সালেই শেষ হয়নি, আজও চলমান আছে। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির ঘাতকরা বিভিন্ন দেশে পালিয়ে আছে। তাদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, যদি আমরা বঙ্গবন্ধুর আদর্শে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তাহলে প্রয়াত ডা. এস এ মালেক এর আত্মার শান্তি পাবে।

সভাপতির বক্তব্যে সাইন্সল্যাব বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. মালা খান বলেন, সাইন্সল্যাব বঙ্গবন্ধু পরিষদের সকল সদস্যদের বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলার কারিগর হিসেবে ভূমিকা পালন করতে হবে আমাদের। কেমিক্যাল মেট্রোলজি বিষয়কে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর সারা দেশে ল্যাবরেটরি সমূহের মান উন্নয়নের যে অভিপ্রায় তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিজ্ঞানীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
অনুষ্ঠানে আরও ব্যক্তব্য রাখেন, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি এম. মনসুর আলী, ডা. অসিত মজুমদার, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মো. ওহিদুজ্জামান মিন্টু, নির্মল বিশ্বাস, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আজিবুর রহমান, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের প্রচার সম্পাদক মনিরুল ইসলাম খান, সাইন্সল্যাব বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ড. শাহরিয়ার বাশার, সাইন্সল্যাব বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানসহ বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইন্সল্যাব বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজু। অনুষ্ঠান শেষে সকল শহীদ বুদ্ধিজীবীসহ ডা. এস এ মালেক এর মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক গত ৬ ডিসেম্বর রাতে ইন্তেকাল করেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। তিনি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদকও ছিলেন।



বিষয়: #



আর্কাইভ