শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » ভোটের জন্য ৯ জানুয়ারির মধ্যে কর্মকর্তা চূড়ান্ত করতে নির্দেশ
প্রচ্ছদ » জাতীয় » ভোটের জন্য ৯ জানুয়ারির মধ্যে কর্মকর্তা চূড়ান্ত করতে নির্দেশ
২৪৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোটের জন্য ৯ জানুয়ারির মধ্যে কর্মকর্তা চূড়ান্ত করতে নির্দেশ

 ---

সংসদীয় ৫ শূন্য আসনে ভোট

# ৩০ ডিসেম্বরের মধ্যে কেন্দ্র নির্ধারণের তাগিদ

বিশেষ প্রতিনিধি 

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যদের ছেড়ে দেয়া পাঁচ শূন্য আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা আগামী ৯ জানুয়ারির মধ্যে চূড়ান্ত করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ওই নির্দেশনার চিঠি এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

তিনি জানান, ওই চিঠিতে নির্বাচন কমিশন কর্তৃক ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্তভাবে প্রকাশের সঙ্গে সঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ চূড়ান্ত করার নির্দেশ দেয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে রিটার্নিং অফিসার তার অধীনস্থ নির্বাচনি এলাকার ভোটকেন্দ্রের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগের উদ্দেশ্যে একটি প্যানেল প্রস্তুত করবেন। ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগের জন্য প্রস্তুতকৃত প্যানেল আগামী ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে।

আতিয়ার রহমান আরও জানান, জাতীয় সংসদের শূন্য হওয়া ওই পাঁচ আসনের উপনির্বাচনের ভোটকেন্দ্র আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে নির্ধারণ করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রগুলোই বহাল রাখতে বলা হয়েছে।

রিটার্নিং অফিসারকে নির্বাচনি এলাকার জন্য ভোটকেন্দ্রের স্থান এবং ভোটাররা যে যে ভোটকেন্দ্রে ভোট দেবেন সেই সব স্থানের নাম উল্লেখ করে ভোটকেন্দ্রের তিন গ্রন্থ তালিকা (সফট কপিসহ) ৩০ ডিসেম্বরের মধ্যে বিশেষ দ্রুত মারফত নির্বাচন কমিশনে দাখিল করতে হবে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল রসিক নির্বাচনেও ওই সকল ভোটকেন্দ্র বহাল রাখতে হবে।

তবে কোন ভোটকেন্দ্র কোনো প্রার্থীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবাধীন হলে তা কমিশনকে অবহিত করতে হবে। এছাড়াও উল্লিখিত নির্বাচনি এলাকার অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের নাম নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে। উল্লিখিত অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহে অভিজ্ঞ প্রিজাইডিং অফিসার নিয়োগের ব্যবস্থা নিতে হবে।

আগামী ১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তফসিল অনুযায়ী, উপনির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ ৫ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৫ জানুয়ারি। সবগুলো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

বিএনপির ছয় সংসদ সদস্য গত ১১ ফেব্রুয়ারি পদত্যাগ করলে আসনগুলো শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরবর্তীতে ওই পাঁচ শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। একটি সংরক্ষিত মহিলা আসন বিধান সেটিতে পরবর্তীতে নির্বাচন দেবে ইসি।



বিষয়: #



আর্কাইভ