শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
শুক্রবার ● ২৩ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » বাঘা পৌরসভার ভোটে সিসি ক্যামেরা দাবি স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলীর
প্রচ্ছদ » জাতীয় » বাঘা পৌরসভার ভোটে সিসি ক্যামেরা দাবি স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলীর
২৪৬ বার পঠিত
শুক্রবার ● ২৩ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাঘা পৌরসভার ভোটে সিসি ক্যামেরা দাবি স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলীর

---

বিশেষ প্রতিনিধি

আসন্ন বাঘা পৌরসভার ভোটে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কেন্দ্রীয় মনিটরিং জোরদার করার দাবি করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্কাছ আলী। এসব দাবি সম্বলিত একটি আবেদন আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দিয়েছেন তার একটি প্রতিনিধিদল। তারা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৃহস্পতিবার সিইসির দপ্তরে গিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্কাছ আলীর আবেদনপত্রটি জমা দেন। পরে নির্বাচন কমিশনার আহসান হাবিবের সাথে দেখা করেন সেখানকার নির্বাচনের পরিস্থিতি তুলে ধরেন।

সিইসি বরাবর করা ওই আবেদনপত্রে আক্কাছ আলী অভিযোগ করেন, রাজশাহীর বাঘা পৌরসভার ভোটে আওয়ামী লীগের প্রার্থী শাহিনের রহমান পিন্টুর সমর্থকরা নানাভাবে নির্বাচনি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এজন্য ভোটের দিন সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা থাকায় তিনি সব কেন্দ্রে সিসি টিভি ক্যামেরার মনিটরিং চান। যাতে ঢাকায় বসেই নির্বাচন কমিশন ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবে।

চিঠিতে তিনি আরও বলেছেন, ‘প্রচারণার সময় বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলে বুঝেছি, সুষ্ঠু ভোট হওয়া নিয়ে তারা সংশয়ে আছে। পৌরসভার বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের কর্মীরা আমার কর্মীদের মারধর, হুমকি দিচ্ছে ও পোস্টার ছিঁড়ে দিচ্ছে। এ ধরনের ঘটনার জন্য ভোটের দিনের সুষ্ঠু পরিবেশ নিয়ে মানুষ আতঙ্কিত ও ভীত।’

ভোটের আগে একজন বিদ্রোহী প্রার্থীর সিসিটিভির মনিটরিং দাবি এবং এ ব্যাপারে কমিশনের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্ন ছিলো নির্বাচন কমিশনার আহসান হাবিবের কাছে। তিনি জানান, সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে না সেটা অনেক আগেই নির্ধারিত। আর এ পর্যায়ে এতো অল্প সময়ে ওই ব্যবস্থা নেয়া সম্ভব নয়। তবে ভোটের সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষতার প্রশ্নে কোন আপস করছে না কমিশন। তাদের অভিযোগের ব্যাপারে বাঘা পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল হাসানকে তাৎক্ষণিক ফোন দিয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বাঘা পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন- উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র আক্কাছ আলী, পৌর জামাতের আমির প্রভাষক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন এবং ব্যবসায়ী মো. ইসরাফিল হোসেন।

বাঘা পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর। এই নির্বাচনে সব কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এই পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৬৩৬। তার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ এবং নারী ভোটার ১৫ হাজার ৮৩৬।



বিষয়: #



আর্কাইভ