শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
রবিবার ● ২৫ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল
প্রচ্ছদ » জাতীয় » সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল
২৫০ বার পঠিত
রবিবার ● ২৫ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল

---

* সম্মেলনে ছিলেন কাদের সিদ্দিকী, ইনু, জিএম কাদের

* শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনায় আস্থা কাউন্সিলরদের

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার জড়ো হন দলটির কাউন্সিলরসহ হাজারো নেতাকর্মী। উপস্থিত ছিলেন ১৪ দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এর আগে সকাল থেকেই দলে দলে সেখানে জড়ো হতে থাকেন বিভিন্ন্ন জেলার কাউন্সিলর, ডেলিগেট ও অতিথিরা। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতিও ছিল ব্যাপক। সম্মেলনস্থলের প্রতিটি প্রবেশপথেও দেখা যায় সুশৃঙ্খল দীর্ঘ সারি।

সম্মেলনে যোগ দেয়া অনেক নেতাকর্মীর উদ্দেশ্য ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছ থেকে দেখা। তার নেতৃত্বের প্রতি আস্থার প্রকাশ ঘটানো। এছাড়া দলের নতুন কমিটিতে কারা থাকতে পারেন তা নিয়ে ছিলো আলোচনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব নেতাকর্মীর হাতে ছিলো- উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে বাহারি ডিজাইনে করা ব্যানার ও ফেস্টুন। সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, টিএসসি, হাকিম চত্বর, দোয়েল চত্বরে অবস্থান নেন হাজারো নেতাকর্মী।

সম্মেলনে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের শরিক ১৪ দলের নেতারাও। তাদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও বাসদের সাধারণ সম্পাদক রেজাউল রশিদ খান। সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও।

---

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ বিভিন্ন দল, জোট ও শরিক দলের নেতারা। এর আগে শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর-উত্তম। আওয়ামী লীগের ২২তম সম্মেলনের ঠিক আগের দিন এবং জাতীয় নির্বাচনের আগে বঙ্গবীর কাদের সিদ্দিকীর এ সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ তৈরি হয়েছে।

আওয়ামী লীগের দ্বিতীয় অধিবেশনে দেশের জাতীয় মুদ্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখার দাবি জানিয়ে বক্তব্য দিয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বাকী বিল্লাহ বলেন, ‘জাতীয় মুদ্রায় আপনার ছবি দেখতে চাই মাননীয় নেত্রী। আপনার ছবি বাংলাদেশের মুদ্রায় দেখলে আমরা শান্তি পাব।’ জবাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘টাকায় একমাত্র জাতির পিতার ছবি থাকবে।’ রসিকতা করে তিনি বলেন, ‘মাইর দিবো তোমাকে, ভাগো।’

আজ শনিবার বেলা তিনটায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে বিভিন্ন বিভাগের একজন করে নেতা বক্তব্য দিয়েছেন। ময়মনসিংহ বিভাগ থেকে জামালপুর জেলার সভাপতি বাকী বিল্লাহ দেশের মুদ্রায় শেখ হাসিনার ছবি রাখার প্রস্তাব করেন।



বিষয়: #



আর্কাইভ