শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন আজ
প্রচ্ছদ » জাতীয় » গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন আজ
২৮৬ বার পঠিত
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন আজ

---
অনিয়ম-পক্ষপাতিত্ব প্রশ্রয় পাবে না: ইসি আহসান হাবিব
বিশেষ প্রতিনিধি   

অনিয়মের কারণে বাতিল হওয়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আজ। সংসদীয় এই আসনে সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবারও সবগুলো কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। ইতিপূর্বে গত ১২ অক্টোবর গাইবান্ধার এই আসনটির উপনির্বাচনে ভোট চলাকালে অনয়িমের ঘটনায় ভোটগ্রহণ বন্ধ হওয়ার ঘটনায় এবার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ইভিএমসহ সব নির্বাচনি সামগ্রী এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে। আগেরবারের মতোই প্রতিটি কেন্দ্র থাকবে সিসি ক্যামেরার আওতায়, যার মাধ্যমে ভোটের পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আহসান হাবিব খান বলেছেন, ‘আমরা কোন প্রকার অনিয়ম, পক্ষপাতিত্ব বা অস্বচ্ছতাকে প্রশয় দিই না এবং ভবিষ্যতেও দেবো না। আমাদের কাজের প্রতিফলন হয়েছিল গাইবান্ধা নির্বাচনে। সেটা আবার হতে যাচ্ছে, আমাদের কাছে কোন ছাড় নেই। গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু এবং অবাধভাবে করার জন্য এবারও সব ধরনের প্রস্তুতি আমাদের সম্পূর্ণ হয়েছে। আপনারা জানেন অনিয়মের কারণে এই আসনের উপ-নির্বাচন বন্ধ করা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে সতর্কতার সঙ্গে গাইবান্ধার প্রতিটি সিচুয়েশন আমরা পর্যবেক্ষণ করছি, নির্দেশনা দিচ্ছি এবং অ্যাকশান নিচ্ছি।’

---
গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় অনিয়মের পুনরাবৃত্তি হলে কী ধরনের পদক্ষেপ নেবেন- এমন প্রশ্নের জবাবে আহসান হাবিব বলেন, ‘আসলে অনিয়মের ধরন দেখে, তখন সেই মুহূর্তে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা এতটুকু বলতে পারি- কোন ধরনের অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না। সম্পূর্ণভাবে আমরা, জেলা প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের রিটার্নিং অফিসার এবং আমাদের কর্মকর্তা; তারা এক সঙ্গে কাজ করে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রস্তুত।’
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে গাইবান্ধার রিটার্নিং অফিসার, ঢাকার আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা প্রস্তুত। ইভিএম থাকবে, আর সিসি ক্যামেরাও থাকবে।’ ইসির যুগ্ম সচিব (পরিচালক-জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ থেকে ১৮ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ছয়টি ভ্রাম্যমাণ ও চারটি স্ট্রাইকিং ফোর্স ভোটের মাঠে থাকবে।
গাইবান্ধা-৫ এর উপনির্বাচনের এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন আগের প্রার্থীরাই। তবে স্বতন্ত্র প্রার্থী (আপেল মার্কা) নাহিদুজ্জামান নিশাত সম্প্রতি ঘোষণা দিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে প্রতিদ্বন্দ্বিতার মাঠে রয়েছেন চার প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির এএইচএম গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্র সৈয়দ মাহবুবুর রহমান।
গত বছরের ২৩ জুলাই ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মারা গেলে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে গত ১২ অক্টোবর এই আসনের উপ-নির্বাচনে ভোট চলাকালে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠায় ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট সন্ত্রাসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের এ ধরনের কঠোর অবস্থানকে সাধুবাদ জানায় সর্বমহল। গেলো ১৪ নভেম্বর ওই অনিয়মের প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্তে ১২৫ জন প্রিজাইডিং অফিসার ও পাঁচ কেন্দ্রের পাঁচজন পুলিশ উপ-পরিদর্শকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। তদন্ত শেষে গত ৬ নভেম্বর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে ইসি।
গাইবান্ধা-৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। তার মধ্যে ফুলছড়ির সাতটি ইউনিয়নে ভোটার ১ লাখ ১৪ হাজার ৬৭৬। আর সাঘাটার ১০টি ইউনিয়নে ভোটার ২ লাখ ২৫ হাজার ৭০। এবার ১৪৫টি কেন্দ্রের ৯৫২টি বুথে ভোট নেয়া হবে। স্বাধীনতার পর থেকে গাইবান্ধার এই আলোচিত আসনে ১১টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে- পাঁচবার জাতীয় পার্টি, চারবার আওয়ামী লীগ ও দু’বার বিএনপি জয়লাভ করে।



বিষয়: #



আর্কাইভ